এশিয়া কাপে বয়কট করা হোক ভারত-পাকিস্তান ম্যাচ! নেটমাধ্যমে উঠল দাবি, কী বলছেন নেটিজেনরা?

Published on:

Published on:

Demands to boycott India Vs Pakistan match have been raised.

বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৫-এ ভারত বনাম পাকিস্তানের (India Vs Pakistan) মধ্যে ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর সম্পন্ন হবে। এদিকে, এই ম্যাচটি নিয়ে সংসদ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই আলোচনা শুরু হয়েছে। শুধু তাই নয়, নেটমাধ্যমে বহু নেটিজেন এই ম্যাচটির বিষয়ে আপত্তি প্রকাশ করেছেন। এমতাবস্থায়, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের দাবিও তোলা হচ্ছে।

ভারত-পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ বয়কটের দাবি:

এশিয়া কাপে ভারত-পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ নিয়ে ক্রিকেট অনুরাগীদের মধ্যে যথেষ্ট উত্তেজনাপ পরিলক্ষিত হচ্ছে। সনাতনী অংশ নামের এক ব্যবহারকারী BCCI-কে লক্ষ্য করে তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন যে, কীভাবে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখা সম্ভব? প্রতিবেশী দেশের কারণে অনেকেই তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন। তিনি আরও জানান, “আমাদের এই ম্যাচ বয়কট করা উচিত এবং সম্প্রচারকারীদের কাছে একটি পয়সাও যাওয়া উচিত নয়।”

গব্বর নামে এক ব্যক্তি সরকার এবং বিরোধী উভয়কেই লক্ষ্য করে লিখেছেন যে, “এটা খুবই আশ্চর্যজনক যে সংসদে কেউ ভারত-পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ নিয়ে কথা বলছে না। কেবল আসাদুদ্দিন ওয়াইসি (লোকসভার সদস্য) বক্তব্য রাখেন। বিরোধী পক্ষ থেকে কিছুই বলা হয়নি। মনে হচ্ছে টোস্টে উভয় দিকেই মাখন লাগানো আছে।”

এদিকে, উজুমাকি দেব নামে একজন ব্যবহারকারী তাঁর “X” অ্যাকাউন্টে লিখেছেন যে, “আমার মনে হয় আমাদের প্রত্যেকের ভারত-পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ দেখা উচিত নয়। আমরা যদি না দেখি তাহলে এই লোকেরা কীভাবে অর্থ উপার্জন করবে?”

গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়েছে: এদিকে, “X”-এ আরেকজন ব্যবহারকারী ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে ট্যাগ করে জিজ্ঞাসা করেছেন যে, “আজ পর্যন্ত আমরা ভেবেছি যে, আপনি একজন সত্যিকারের দেশপ্রেমিক। কিন্তু, ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) এশিয়া কাপের ম্যাচে আপনার নীরবতা আমাদের হতাশ করছে। আপনি চুপ কেন?” পাশাপাশি, ওই ব্যবহারকারী তাঁর ওই পোস্টে একটি ভিডিওর মাধ্যমে পহেলগাঁও-তে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের বেদনার প্রসঙ্গও তুলে ধরেছেন।