বড় বিপর্যয়ের আশঙ্কা! আমেরিকা-জাপান-রাশিয়ায় সুনামি সতর্কতা, নিরাপদে থাকার বার্তা দিলেন ট্রাম্প

Updated on:

Updated on:

Tsunami warnings in several countries, Trump gave message.

বাংলা হান্ট ডেস্ক: বুধবার ভোরে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কা এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বাসিন্দাদের “স্ট্রং এবং সেফ” থাকার পরামর্শ দিয়েছেন। এমনকি, ইতিমধ্যেই সুনামির (Tsunami) সতর্কতাও জারি করা হয়েছে। উল্লেখ্য যে, কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮.৭ মাত্রার বিশাল ভূমিকম্প আঘাত হেনেছে। যা প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে।

একাধিক দেশে সুনামি (Tsunami) সতর্কতা:

প্রায় ১৮০,০০০ জনসংখ্যার রাশিয়ান শহর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১১৯ কিলোমিটার (৭৪ মাইল) দূরে উদ্ভূত এই ভূমিকম্পের ফলে বিভিন্ন দেশে তাৎক্ষণিক সুনামি (Tsunami) সতর্কতা জারি করা হয়েছে। এমতাবস্থায়, “X” মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, “প্রশান্ত মহাসাগরে সংঘটিত একটি বিশাল ভূমিকম্পের কারণে, হাওয়াইতে বসবাসকারীদের জন্য সুনামি সতর্কতা কার্যকর করা হয়েছে।”

তিনি আরও জানান, “আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা কার্যকর করা হয়েছে। জাপানও সুনামি (Tsunami) সর্তকতার মধ্যে রয়েছে। সর্বশেষ তথ্যের জন্য অনুগ্রহ করে https://tsunami.gov দেখুন। সবাই শক্তিশালী থাকুন এবং নিরাপদে থাকুন।” এদিকে, এই কম্পনের ফলে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি বেশ কয়েকটি এলাকার মানুষদের নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে। এদিকে, কামচাটকা উপদ্বীপে ৩ থেকে ৪ মিটার (১০ থেকে ১৩ ফুট) উচ্চতার সুনামির ঢেউয়ের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: আচমকাই বড় সিদ্ধান্ত নিল চিন! ভারতের এই ৫ সেক্টর হতে পারে প্রভাবিত, বিশেষজ্ঞরা করলেন সতর্ক

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে উল্লেখযোগ্য উদ্বেগের সৃষ্টি করেছে। ইতিমধ্যেই প্রশান্ত মহাসাগরীয় সুনামি (Tsunami) সতর্কতা কেন্দ্র বেশ কয়েকটি প্রশান্ত মহাসাগরীয় দেশ এবং অঞ্চলের জন্য সতর্কতা জারি করেছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে যে, কিছু এলাকায় ৩ মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আসতে পারে। এমতাবস্থায়, আলাস্কা থেকে শুরু করে হাওয়াই, চিলি, সলোমন দ্বীপপুঞ্জ এবং এমনকি নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন: যাঁর প্রথপ্রদর্শনে হয়েছিল চ্যাম্পিয়ন, তাঁকেই দেওয়া হল বাদ! ২০২৬-এর IPL-এর আগে বড় সিদ্ধান্ত নিল KKR

এদিকে, হাওয়াই এবং হনোলুলু জুড়ে সুনামি (Tsunami) সতর্কতার সাইরেন বেজে ওঠে। যার ফলে বাসিন্দা এবং পর্যটকরা উঁচু স্থানে চলে যান। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র তাদের সরকারি সতর্কতায় জানিয়েছে, “জীবন ও সম্পত্তি রক্ষার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করা উচিত।” উল্লেখ্য যে, ভূমিকম্পের পরপরই রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের প্রধান জনবসতি অঞ্চল সেভেরো-কুরিলস্কে সুনামির প্রথম ঢেউ আঘাত হানে। স্থানীয় গভর্নর ভ্যালেরি লিমারেনকো ঢেউয়ের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।