বাংলা হান্ট ডেস্ক: ওবিসি (OBC) ইস্যুতে সুপ্রিম কোর্টে স্বস্তি মিলেছে রাজ্যের। ওবিসির নতুন তালিকা নিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) যে স্থগিতাদেশ জারি করেছিল সেই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য। এই সেই সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টের ওবিসি রায়ে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর এবার উচ্চশিক্ষা দফতর অভিন্ন পোর্টালে আবেদনকারী পড়ুয়াদের জাতি শংসাপত্র আপলোড ও ভর্তির পছন্দক্রম পরিবর্তনের সুযোগ করে দিতে চলেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি
জানা যাচ্ছে, ২৯ তারিখ মঙ্গলবার রাত ১২ থেকে বৃহস্পতিবার ১ অগস্ট রাত ১১: ৫৯.৫৯ পর্যন্ত আবেদনকারীরা অভিন্ন পোর্টালের মাধ্যমে নিজেদের জাতি শংসাপত্র ও ভর্তির পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন। উল্লেখ্য, এতদিন পর্যন্ত এই মামলা বিচারাধীন থাকায় সমস্ত পড়ুয়াকে অভিন্ন পোর্টালের(ক্যাপ) মাধ্যমে জেনারেল বা সাধারণ ক্যাটাগরিতে আবেদন করতে হচ্ছিল।
জাতি শংসাপত্র ও ভর্তির পছন্দক্রম পরিবর্তনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোনও রকম অসুবিধার সম্মুখীন হতে হলে তাঁরা ‘চ্যাটবট’ বিনা এবং উচ্চশিক্ষা দফতরের দেওয়া কল সেন্টারের মাধ্যমে সাহায্য নিতে পারবেন। উচ্চশিক্ষা দফতর স্নাতকে অভিন্ন পোর্টালের (ক্যাপ) মাধ্যমে আবেদনকারীরা ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, ১৪ জুলাই সন্ধ্যা পর্যন্ত বিকাশ ভবনের দেওয়ার তথ্য অনুযায়ী, নাম নথিভুক্ত করা ছাত্রছাত্রীর সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ২৯৪ জন। ২৫ জুলাই পাঁচ দিনের সময়সীমা বৃদ্ধির পর ৩ লাখ ৫৬ হাজার ২০২ জন আবেদন করেছিল। তথ্য বলছে, এই মুহূর্তে ৪৭৭ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৯ লাখ ৪৮ হাজার ৭৩৭ আসন রয়েছে।
আরও পড়ুন: বড় বিপর্যয়ের আশঙ্কা! আমেরিকা-জাপান-রাশিয়ায় সুনামি সতর্কতা, নিরাপদে থাকার বার্তা দিলেন ট্রাম্প
এবারে যে সময়সীমা বৃদ্ধির পরও বহু সংখ্যক আসন ফাঁকা থাকবে তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী পাশ করেছেন সেই সংখ্যাটা ৪ লাখ ৩০ হাজার ২৮৬। গত বছর নিয়মিত পরীক্ষার্থী পাশ ৬ লাখ ৭৯ হাজার ৭৮৪।