একের পর এক রক্তক্ষয়ী হামলায় বিধ্বস্ত পাকিস্তান! ফের বোমা বিস্ফোরণ, মৃত্যু ৫ সেনা জওয়ানের

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েকদিনে একের পর এক রক্তক্ষয়ী বিস্ফোরণ এবং হামলার ঘটনা ঘটছে পড়শি দেশ পাকিস্তানে (Pakistan)। সেই রেশ কাটতে না কাটতেই পাকিস্তানে ফের ভয়াবহ হামলার ঘটনা সামনে এল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর একটি গাড়িতে বোমা হামলা চালানো হয়েছে।

এদিকে, ওই হামলায় অন্তত পাঁচ পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছেন বলেও খবর মিলেছে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের কেচ প্রদেশে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত কয়েক দশক ধরে এই এলাকায় সেনাবাহিনীর বিরুদ্ধে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।

Another terrible bomb blast in Pakistan

এমতাবস্থায়, দ্য সান অনলাইনের খবরে বলা হয়, ঘটনাটির পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনীর একটি গাড়িতে আইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। পাশাপাশি, আরও জানানো হয়েছে, ওই বোমা বিস্ফোরণে তাদের পাঁচ সেনা নিহত হয়েছেন। এদিকে, ইতিমধ্যেই ওই এলাকায় সন্ত্রাসবাদীদের খোঁজে অভিযান চালানো হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ওই হামলায় নিহত সেনাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে ছিল। এই প্রসঙ্গে বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আলি মর্দান খান ডোমকি সেনাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি, সামগ্রিক নিরাপত্তার কথা মাথায় রেখে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন পাকিস্তানের কয়েকজন সিনেটর।

আরও পড়ুন: রাম মন্দিরের জন্য গভীর অপেক্ষায় পাকিস্তানের এই ক্রিকেটার! দিলেন “জয় শ্রী রাম” স্লোগান

উল্লেখ্য যে, পাক সেনা দাবি করেছে যে তারা এই হামলায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে হত্যা করেছে। তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও সেনাবাহিনী অভিযোগ করেছে। সেনাবাহিনী আরও জানিয়েছে যে, মৃত “সন্ত্রাসবাদীরা” টার্গেট কিলিং ও তোলাবাজির সাথে যুক্ত ছিল।

আরও পড়ুন: লাগবে না কোনো খরচ! BDO অফিসে না ছুটে এইভাবে নিজের মোবাইলে বদলান রেশন কার্ডে নাম-ঠিকানা

কেন বালুচিস্তানের মানুষ পাকিস্তানি সেনাদের পছন্দ করে না: জানিয়ে রাখি যে, আফগানিস্তান ও ইরান সংলগ্ন এলাকায় রয়েছে বালুচিস্তান। সেখানকার বাসিন্দারা কয়েক দশক ধরে অভিযোগ করে আসছেন যে, পাকিস্তান সরকার তাঁদের সঙ্গে খুব একটা ভালো আচরণ করেনা। আর এই কারণে ওই এলাকার মানুষ সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে থাকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর