বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক স্তম্ভে ফাটল ধরায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। এরজন্য বিভ্রান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। এরমধ্যে ফের কলকাতার আরও একটি মেট্রো স্টেশন (Kolkata Metro) বিভ্রাটের খবর প্রকাশ্যে এসেছে। মেট্রো রেকের নিচ থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা।
মেট্রোরেকের (Kolkata Metro) নিচ থেকে বেরোচ্ছে আগুনের ফুলকি
ঘটনাটি ঘটেছে চাঁদনী চক মেট্রো স্টেশনে (Kolkata Metro)। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ চাঁদনী চক মেট্রো স্টেশনে ওই মেট্রোরেক প্রবেশ করতেই শুরু হয় তুমুল চাঞ্চল্য। আগুনের ফুলকি বেরোতে দেখে যাত্রীরা তড়িঘড়ি নেমে পড়েন মেট্রো থেকে। ঘটনার খবর পেয়ে তৎপর হয় মেট্রো কর্তৃপক্ষ। ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেকটি খালি করে কারশেডে পাঠান। কিছু সময়ের জন্য পরিষেবা বন্ধ থাকলেও পরে বিকল্প রেকের মাধ্যমে যাত্রী পরিবহণ শুরু হয়। এই ঘটনার জেরে অফিস টাইমে ভোগান্তির মুখে পড়েন বহু যাত্রী।
বর্তমানে পরিষেবা স্বাভাবিক হলেও নিত্য যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সপ্তাহের ব্যস্ত দিনে অফিস যাওয়ার সময় এই ধরনের ঘটনা নিত্য যাত্রীদের জন্য যথেষ্ট দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
আরও পড়ুনঃ পিলারে ফাটল থেকে এত বড় দুর্ভোগ! কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষের
উল্লেখ্য, কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরা পড়ায় সেই স্টেশন আপাতত পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। গত সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই স্টেশনটি (Kolkata Metro)। স্টেশনটি ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে।
একদিকে স্টেশনের পিলারে ফাটল, অন্যদিকে চলন্ত মেট্রোর নিচে আগুনের ফুলকি, এই দুই ঘটনার পর মেট্রো (Kolkata Metro) নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরা।