পুজোর ছুটিতে দার্জিলিংয়ের প্ল্যান? এই ৩ জায়গা মিস করলে হাত কামড়াবেন

Updated on:

Updated on:

Darjeeling planning to visit during Puja holidays You'll regret missing these 3 places

বাংলা হান্ট ডেস্ক: হাতে গুনে আর কয়েকটা দিন। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এখনো অব্দি পুজোর কেনাকাটা শুরু না করলেও ঘুরতে যাওয়ার প্লান অনেকেই করে ফেলেছে। ঘুরতে যাওয়ার নাম করলেই মাথায় আসে দার্জিলিং এর কথা (Darjeeling)। কিন্তু দার্জিলিং তো বহুবার গেছেন। অনেকের সেখানকার রাস্তাঘাটও চেনা। এখানে গেলে যে জায়গাগুলোর অবশ্যই ঘোরাঘুরির তালিকায় রাখবেন আজ তা আপনাদের সঙ্গে শেয়ার করব।

পুজোয় দার্জিলিং যাচ্ছেন? তাহলে এই ৩ জায়গায় আপনাকে যেতেই হবে (Darjeeling)

অল্প কয়দিন , তারপর পূজো আসছে। এর মধ্যে ঘুরতে যাওয়ার প্লান করছেন। হাতে অল্প কদিনের ছুটি নিয়ে ঘুরে আসুন উত্তরবঙ্গ (North Bengal) থেকে। এবার উত্তরবঙ্গের বললেই মনে আসে দার্জিলিংয়ের (Darjeeling) কথা। দার্জিলিং আমরা কমবেশি সকলেই গিয়েছে। কিন্তু দার্জিলিঙে গেলে যে জায়গাগুলি ঘোরাঘুরির তালিকায় রাখবেন আজ সেই স্পটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব।

Darjeeling planning to visit during Puja holidays You'll regret missing these 3 places

আরও পড়ুন: ওজন কমবে হু হু করে! বাড়িতে থাকা এই উপকরণই দেবে স্বস্তি, রাখুন প্রতিদিনের ব্রেকফাস্টে

টাইগার হিল: সমুদ্রপৃষ্ঠ থেকে ২২৫০ মিটার উচ্চতায় প্রকৃতির এক অপূর্ব নিদর্শন টাইগার হিল। এই হিল থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। এখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। আপনাদেরকে জানিয়ে রাখি টাইগার হিলে যেতে গেলে যত ভোরে বেরোনো সম্ভব তত তাড়াতাড়ি বেড়িয়ে পড়বেন টাইগার হিলের সানরাইজ দেখার জন্য।

তিনচুলে: দার্জিলিং এর অন্যতম একটি জায়গা তিনচুলে। যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের কাছে এটি স্বর্গদ্বার। অনেকেই দার্জিলিং ঘুরতে আসলে তিনচুলের কথা মনে রাখেন না। তবে এখানে আসলে আপনি প্রকৃতির অপরূপ দৃশ্য ও সৌন্দর্য দেখতে পারবেন।

ঘুম মনাস্ট্রি: মনাস্ট্রি কথার অর্থ হল বৌদ্ধ গুম্ফার। এখানে এলে আপনি বৌদ্ধ চিত্রকলা ও স্থানীয় নিদর্শন দেখতে পারবেন। এছাড়াও এই মনস্ট্রিতে রয়েছে বুদ্ধের মূর্তি। যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে।

টি গার্ডেন: পাহাড়ের ধালে রয়েছে বিস্তীর্ণ চা বাগান। এখানে গেলে পর্যটকদের অন্যতম গন্তব্যস্থান হয় টি গার্ডেন। দার্জিলিং গেলে অবশ্যই এই জায়গাটি ঘুরতে ভুলবেন না।