মাসের শেষদিনে হলুদ ধাতুর দর ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী? আজ ১ ভরি সোনার দাম কত, জানুন

Published on:

Published on:

Gold Price will the price of the yellow metal go up or down on the last day of the month find out

বাংলা হান্ট ডেস্ক: সোনা ও রুপোর দাম ক্রমাগত পরিবর্তন হচ্ছে (Gold Price)। এই দাম কখনো বাড়ছে তো কখনো কমেছে। যদিও এই ধাতুর দাম মাঝখানে বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। যার ফলে সোনা কেনা তো দূরের কথা। কল্পনা করতেও ভয় পাচ্ছিলেন মধ্যবিত্তরা। তার ওপর সামনেই বিয়ের মরশুম। এই মুহূর্তে সোনা না কিনলে চলে কি করে! তাই এক নজরে দেখে নিন বাজারে আজকে সোনার দাম কত।

আজ হলুদ ধাতু্র দর কত এক নজরে দেখে নিন (Gold Price)

বৃহস্পতিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৪৮০ টাকা(+৬৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৪৮০০ টাকা (+৬৫০)। আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৭৫ টাকা (+৭০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৭৫০ টাকা (+৭০০)। পাশাপাশি আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ৯৯২৫ টাকা (+৭০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার বাটের দাম ৯৯২৫০ টাকা (+৭০০)। সোনার পাশাপাশি আজকের রুপোর দাম নিন্মলিখিত। আজ ১০০ গ্ৰাম খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৪৩৫ টাকা (+২০)। ১ কেজি খুচরো রুপো কিনতে দিতে হবে ১১৪৩৫০ (+২০০)। এছাড়াও আজকে ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৪২৫ টাকা (+২০)। ১কেজি রুপোর বাটের দাম ১১৪২৫০ টাকা (+২০০)।

Gold Price will the price of the yellow metal go up or down on the last day of the month find out

আরও পড়ুন: এক কাপ এই ‘চা’য়েই মুশকিল আসান! কাছে ঘেঁষবে না বর্ষার রোগভোগ, কীভাবে বানাবেন?

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা।

প্রসঙ্গত, সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা।

পাশাপাশি যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন। এছাড়া সোনার ক্যারেট (Gold Karat) যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। এর ফলে এই গয়না পুরোপুরি খাঁটি হয় না।