Airel গ্রাহকদের পোয়াবারো! Jio-Vi-কে টক্কর দিতে দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এল সংস্থা, মিলবে একগুচ্ছ সুবিধা

Published on:

Published on:

Airtel brings great offer for customers, Jio-Vodafone's sleep is gone

বাংলা হান্ট ডেস্ক: টেলিকমিক দুনিয়ায় প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। এবার সেই প্রতিযোগিতায় বাজারের নতুন চমক আনলো এয়ারটেল (Airtel)। গ্রাহকদের সুবিধার্থে জন্য এবার বাজারে এয়ারটেল (Airtel) এনেছে তাদের নতুন ‘Truly Unlimited’ প্রিপেড রিচার্জ প্ল্যান। মাত্র ৯২৯ টাকায় এই প্ল্যানে এমন কিছু সুবিধা পাবেন যা শুনলে কপালে চোখ উঠতে বাধ্য। চলুন এয়ারটেলের এই নতুন রিচার্জ প্লানে আপনি কি কি সুবিধা পাচ্ছেন, সেই ব্যাপারে একবার জেনে নিন।

এয়ারটেলের তোলপাড় করা রিচার্জ অফারে ঘুম উড়ল জিও- ভোডাফোনের (Airtel)

এয়ারটেলে (Airtel) তার কোটি কোটি ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন অফার। এবার কোম্পানি এখন তার পোর্টফোলিওতে এমন একটি প্ল্যান নিয়ে এসেছে যাতে এয়ারটেল ইউজাররা পুরো ৯০ দিনের জন্য নিশ্চিন্তে থাকতে পারবেন। পাশাপাশি এই নতুন অফারটি শুধুমাত্র দীর্ঘ মেয়াদি নয় এর সঙ্গে রয়েছে বিনামূল্যে কলিং এবং প্রচুর ডেটা অফার।

নতুন এই প্ল্যানের দাম রাখা হয়েছে ৯২৯ টাকা। এতে আপনি পাবেন ৯০ দিনের রিচার্জ। পাশাপাশি, প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড 4G/5G ডেটা পাবেন। লোকাল, এসটিডি এবং ন্যাশনাল রোমিং-সহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। প্রতিদিন ১০০টি ফ্রি SMS-এর সুবিধা পাবেন। এই নতুন প্ল্যান বিশেষভাবে তাঁদের জন্য উপযুক্ত, যাঁরা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন ও ফোনে কথা বলেন।

Airtel brings great offer for customers, Jio-Vodafone's sleep is gone

আরও পড়ুন: মাসের শেষদিনে হলুদ ধাতুর দর ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী? আজ ১ ভরি সোনার দাম কত, জানুন

এই নতুন প্ল্যানে পাবেন উইঙ্ক মিউজিকের প্রিমিয়াম ভার্সান (Wynk Music Premium)। এর ফলে আপনি বিজ্ঞাপন ছাড়াই গান শুনতে পারবেন। অনলাইনের পাশাপাশি অফলাইনে এই একই সুবিধা পাবেন। এছাড়াও পাবেন হ্যালো টিউনস। যেখানে আপনি নিজে পছন্দ মত গান কলার টিউন এর রাখতে পারবেন। এছাড়াও পাবেন Airtel X stream সুবিধা। যেখানে আপনি আপনার মনের মতন ওয়েব সিরজ, লাইভ টিভি শো, সিনেমা দেখতে পারবেন।

এছাড়াও পাবেন Apollo 24/7 Circle Membership। যার মধ্যে রয়েছে হেলথ চেক-আপ, টেলিমেডিসিন, ডিসকাউন্টেড ল্যাব টেস্ট ও মেডিসিনের সুবিধা। এই অ্যাড-অন ফিচারগুলোর জন্য সাধারণত আলাদা সাবস্ক্রিপশনের দরকার হয়। কিন্তু এই প্ল্যানে আপনি একসঙ্গে সব পাচ্ছেন একদম বিনামূল্যে।