বাড়ি ভর্তি ভুয়ো নথি, কলকাতায় পুলিশের জালে শান্তা পাল, আর কি কি পাওয়া গেল?

Published on:

Published on:

Bangladeshi woman arrested in Kolkata

বাংলা হান্ট ডেস্কঃ একাধিক ভারতীয় ও বাংলাদেশি নথি, বিভিন্ন ঠিকানায় তৈরি আধার ও ভোটার কার্ড, এমনকি বিদেশি সংস্থার কর্মীর পরিচয়পত্রও রয়েছে, এই সবকিছু মিলল এক মহিলার ঘর থেকে। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার বিক্রমগড় এলাকার বাসিন্দা ওই মহিলা। ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার (Kolkata) বিক্রমগড় এলাকায়।

বিক্রমগড় এলাকা থেকে ভুয়া নথি সহ গ্রেফতার শান্তা পাল

পুলিশ সূত্রে খবর, কলকাতার (Kolkata) গলফগ্রিন থানার অন্তর্গত বিক্রমগড় এলাকার ৬/এ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ সময় ধরে তল্লাশির পর পুলিশ তার ঘর থেকে একাধিক সন্দেহজনক নথি উদ্ধার করে। উদ্ধার হওয়া নথির মধ্যে রয়েছে—

  • শান্তা পালের নামে একাধিক বাংলাদেশি পাসপোর্ট
  • রিজেন্ট এয়ারওয়েজ (বাংলাদেশ)-এর কর্মীর পরিচয়পত্র
  • ঢাকা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড
  • ভারতের বিভিন্ন ঠিকানার নামে আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড

মামলা নম্বর ১২৪/২৮.০৭.২০২৫, ও ভারতীয় দণ্ডবিধির ৩৩৬(৩)/৩৩৮/৩৪১/৬১(২) ধরায় তদন্ত চলাকালীন পুলিশ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে প্রায় ৪টা ৭ মিনিটে গ্রেফতার করে বছর ২৮-এর ওই মহিলা শান্তা পাল কে।

Bangladeshi woman arrested in Kolkata

আরও পড়ুনঃ ‘সবুজ রবে বাংলা’, বিধানসভা ভোটের আগে পুজোর থিমে রাজনীতির গন্ধ? বিতর্কে টালা প্রত্যয়

জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ! তদন্তে নেমেছে পুলিশ

একই ব্যক্তির নামে এতগুলি পরিচয়পত্র কীভাবে তৈরি হল, তার উৎস কোথা থেকে, এসব নিয়েই তদন্তে নেমেছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে, আন্তঃরাষ্ট্রীয় পরিচয়পত্র জালিয়াতি চক্রের সঙ্গে ওই মহিলার যোগ থাকতে পারে। পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং সমস্ত নথি বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।