বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় দর্শকদের পছন্দই শেষ কথা। তাঁদের মতামতকে মান্যতা দিয়েই বিভিন্ন চ্যানেলে জায়গা করে নেয় নিত্যনতুন ধারাবাহিক (Serial)। দর্শকদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরণের গল্প নিয়ে আসছে চ্যানেলগুলি। আর সেই ধারাবাহিকগুলির সঙ্গে ফিরছেন টেলিভিশনের (Serial) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও।
আবারও সিরিয়ালে (Serial) ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী?
টেলিপাড়ায় জোর গুঞ্জন, নতুন সিরিয়ালে (Serial) ফিরছেন ছোটপর্দার চেনা মুখ শ্রুতি দাস। হাতে গোনা সিরিয়ালে (Serial) অভিনয় করলেও তাঁর কাজ প্রতিবার ছাপ রেখে গিয়েছে দর্শকদের মনে। অথচ তিনি বারবার অভিযোগ করেছেন, কাজ পান না তিনি। কিংবা পেলেও চরিত্র মনমতো হয় না। এর জন্য বেশ অনেকদিনই হয়ে গেল ছোটপর্দায় দেখা যাচ্ছে না শ্রুতিকে।

কোন চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক: এবার যদিও গুঞ্জন বলছে, আবারও নতুন সিরিয়াল (Serial) নিয়ে ফিরছেন অভিনেত্রী। জল্পনা শোনা যাচ্ছে, জি বাংলাতেই দেখা যাবে তাঁকে। যদিও সিরিয়ালের (Serial) নাম, নায়ক বা অন্য কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। সবটাই রয়েছে জল্পনার স্তরে। এ বিষয়ে এখনও মুখ খোলেননি শ্রুতিও। তবে তিনি যদি টেলিভিশনে ফেরেন দর্শকদের জন্য তা নিঃসন্দেহে হবে বড় সুখবর।
আরও পড়ুন : একধাক্কায় বরাদ্দ বাড়ল ২৫ হাজার টাকা, ভোটের মুখে ‘কল্পতরু’ মমতা, পুজোর অনুদানকে ‘ঘুষ’ বলে খোঁচা শুভেন্দুর
ছোটপর্দায় পরপর কাজ করেছেন শ্রুতি: প্রসঙ্গত, শ্রুতির প্রথম সিরিয়াল (Serial) জি বাংলাতেই। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে গৌরব রায়চৌধুরীর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর চ্যানেল বদলে তিনি পা রাখেন স্টার জলসায়। ‘দেশের মাটি’ সিরিয়ালে (Serial) তাঁর অভিনয় প্রশংসিত হলেও খুব শিগগিরই শেষ হয়ে গিয়েছিল ধারাবাহিকটি।
আরও পড়ুন : পা মোছার পাপোশে জগন্নাথদেবের ছবি! সমস্ত সীমা ছাড়াল চিন, ক্ষোভ চরমে উঠতেই যা হল…
এরপর লম্বা বিরতি শেষে ‘রাঙা বউ’ হয়ে ফেরেন শ্রুতি। টিআরপিতে বেশ চমক দেখিয়েছিল সিরিয়ালটি। তারপর থেকেই টেলিভিশন থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। এর মাঝে অবশ্য ‘আমার বস’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁকে দেখা গিয়েছে ‘ডাইনি’ ওয়েব সিরিজে। আগামীতে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’এ দেখা যাবে শ্রুতিকে।













