বাংলা হান্ট ডেস্কঃ আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের (Ayodhya Ram Mandir Inauguration) প্রাণ প্রতিষ্ঠা উত্সব। যা নিয়ে সর্বত্র সাজ সাজ রব। আলোয় সেজে উঠেছে রামভূমি, প্রস্তুতিতে গোটা দেশ। অবশ্যই এগিয়ে বিজেপি। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর এবার সেই একই দিনে নয়া কর্মসূচীর ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান, রামমন্দির উদ্বোধনের দিন তৃণমূল বিশেষ কর্মসূচি পালন করবে। মুখ্যমন্ত্রী বলেন, “আগামী ২২ জানুয়ারী কলকাতায় ‘সম্প্রীতি মিছিল’ করা হবে।” সাংবাদিকদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আমাকে বার বার মন্দির নিয়ে প্রশ্ন করছেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমি বার বার বলি, ধর্ম যার যার নিজের, উৎসব সবার।”
এরপরই মমতা বলেন, “আমাদের ২৩ জানুয়ারি, ২৬ জানুয়ারি পালিত হয়। ২২ জানুয়ারি একটি মিছিল করব আমি, এটা দলের প্রোগ্রাম। তৃণমূলের প্রোগ্রাম। নিজে একটা মিছিল করব আমি। প্রথমে নিজে কালীমন্দিরে যাব আমরা। সবাই যাবে না। আমি যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। কালী মাকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব, সকলকে নিয়ে এই সভা করব। তৃণমূলের সভা, তবে শুভান্যুধায়ী, সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে’।
পাশাপাশি প্রত্যেক জেলার ব্লকে ব্লকে বেলা ৩টেয় সম্প্রীতি মিছিল হবে বলেও জানিয়ে দেন মমতা। তবে এ কোনও পাল্টা নয় বলেও সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো বলেন, “কোনও পাল্টা মিছিল বা প্রতিবাদ না। আমি সাধু-সন্তদের মানি। তাদের কথা শুনছি।”
আরও পড়ুন:লোকসভার আগেই নুসরত জাহানকে কড়া নির্দেশ আদালতের! মাথায় বাজ তারকা TMC সাংসদের
মমতা ফের বলেন, “এ বিষয়ে আমি একটাই কথা বলতে পারি, ধর্ম যার যার নিজের, উৎসব সকলের। আমি সর্বধর্ম সমন্বয় করছি কারণ, তার পরদিনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেটাও ব্লকে ব্লকে পালিত হবে। বরাবরের মতোই আমি নেতাজির মূর্তির সামনে থাকব।” অর্থাৎ রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণে যে মমতা সাড়া দেবেন না তা আজ মূলত স্পষ্ট হয়ে গেল।