ভোটের আগে বঙ্গে ফিরছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক, ‘ ভাষা সন্ত্রাসের’ আবহে তুঙ্গে তৃণমূলের ডবল পরিকল্পনা

Published on:

Published on:

Trinamool Congress Steps Up Efforts as Migrant Workers Return to Bengal Ahead of Elections

বাংলা হান্ট ডেস্কঃ ভিনরাজ্যে অত্যাচারের অভিযোগ ও নিরাপত্তার আশঙ্কায় নিজেরাই বাংলায় ফিরতে শুরু করেছেন বহু পরিযায়ী শ্রমিক। রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড যে প্রক্রিয়ায় তাঁদের ফিরিয়ে আনার কাজ শুরু করেছিল, তার আগেই হরিয়ানা, রাজস্থান ও দিল্লির মতো রাজ্য থেকে উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদের মতো জেলায় ফিরতে দেখা যাচ্ছে বাংলাভাষী শ্রমিকদের।

এই পরিস্থিতিকে সামনে রেখে সাংগঠনিক স্তরে দু’টি দিকেই নজর দিচ্ছে তৃণমূল (Trinamool Congress)। প্রথমত, ফেরা শ্রমিকদের বিকল্প কাজের বন্দোবস্ত এবং দ্বিতীয়ত, ভোটার তালিকায় তাঁদের নাম নিশ্চিত করা। কারণ, নির্বাচন কমিশনের ‘স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) ঘিরে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে। এর মধ্যেই তৃণমূল চায়, ফিরতি শ্রমিকেরা স্থায়ীভাবে রাজ্যে থাকুন এবং ভোটার তালিকায় নাম রাখুন।

কাজের সন্ধানে ‘দুয়ারে সরকার’-এর সহায়তা

তৃণমূলের (Trinamool Congress) সাংগঠনিক বার্তা, অগস্টে শুরু হতে চলা ‘দুয়ারে সরকার’ শিবিরগুলিতে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করতে হবে। বিশেষত যাঁদের জব কার্ড নেই, তাঁদের সেই শিবির থেকে জব কার্ড তৈরি করতে সাহায্য করতে হবে। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, প্রত্যেক এলাকায় দলীয় নেতৃত্বকে ফিরতি শ্রমিকদের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার কার্ড, আধার, রেশন কার্ড, এই নথি খতিয়ে দেখে প্রয়োজনে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করার বার্তা দেওয়া হয়েছে।

তৃণমূল (Trinamool Congress) সূত্রে জানা গেছে, যাঁরা মরসুমি পরিযায়ী, অর্থাৎ ১০০ দিনের কাজের জব কার্ড আছে, তাঁদের পুনঃনিয়োগে সমস্যা হবে না। মুখ্যমন্ত্রী ঘোষিত নতুন ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে ছোট কাজের সুযোগ থাকবে, যার জন্য জব কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। তবে দীর্ঘদিন ধরে ভিন্‌রাজ্যে থাকা পরিযায়ীদের কর্মসংস্থান নিয়ে কিছুটা চিন্তিত প্রশাসন ও দল। নির্মাণশিল্পে তাঁদের কাজে রাখা গেলেও স্বর্ণশিল্প বা উৎপাদন সংস্থায় যাঁরা কাজ করতেন, তাঁদের নতুন করে কাজ খুঁজে দেওয়াটা কিছুটা চ্যালেঞ্জের হতে পারে।

ভোটের আগে মুসলিম ভোটব্যাঙ্ক ফেরত আনতে মরিয়া তৃণমূল (Trinamool Congress)

বহু মুসলিম শ্রমিকই ভিনরাজ্যে থাকেন। সেই ভোট যেন মিস না হয়, তা নিশ্চিত করতেই তৃণমূল (Trinamool Congress) বিশেষভাবে তৎপর। বীরভূমের এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু ইদের সময় এলে হবে না, ভোটার লিস্টে নাম তুলুন, এখানে এসে থাকার চেষ্টা করুন।”

Trinamool Congress Steps Up Efforts as Migrant Workers Return to Bengal Ahead of Elections

আরও পড়ুনঃ স্কুলে তৃণমূল বিধায়কের তাণ্ডব! “দম থাকলে আমাকে আটকে দেখাক”, হুঁশিয়ারি রচনার

উল্লেখ্য, তৃণমূল (Trinamool Congress) যেখানে বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে কেন্দ্রকে আক্রমণ করছে, ঠিক সেই জায়গা থেকেই বিজেপি আবার অনুপ্রবেশ তত্ত্ব তুলে মেরুকরণের রাজনীতি তীব্র করছে। পরিযায়ী শ্রমিকদের ফেরা, বিশেষত মুসলিম সম্প্রদায়ের শ্রমিকদের রাজ্যে ফেরা যদি বাড়ে, তাহলে বিজেপি সেটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বলেই আশঙ্কা রাজনৈতিক মহলের।