বাংলা হান্ট ডেস্ক: বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন। আর এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় মূল ভূমিকায় থাকবেন বুথ লেভেল অফিসার (BLO) বা বুথভিত্তিক ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা কর্মীরা। কিন্তু এখনও সংশোধনের কাজ শুরু না হলেও তাঁদের ঘিরে তৈরি হয়েছে চরম টানাপোড়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি মন্তব্যকে ঘিরেই বাড়ছে উত্তেজনা।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বার্তা নিয়েই শুরু বিতর্ক
সম্প্রতি BLO-দের উদ্দেশে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেছেন, “পরিষ্কার বলি, ভোটার তালিকার কাজটা ভাল করে করবেন। কারও নাম যেন ভুল করে বাদ না যায়।” এই বার্তাকে অনেকেই ‘হুঁশিয়ারি’ হিসেবেই দেখছেন। সরকারি কর্মী সংগঠনের মতে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আদতে চাপ তৈরি করার কৌশল। BLO-দের একাংশ বলছেন, তাঁদের কাঁধে যখন ভোটার তালিকা সংশোধনের মতো গুরুদায়িত্ব, তখন নিরপেক্ষভাবে কাজ করাটাই তাঁদের কর্তব্য। মুখ্যমন্ত্রীর কথায় তাঁদের স্বাধীনতা খর্ব হচ্ছে।
BLOদের পাল্টা হুঁশিয়ারি
এক BLO, শিক্ষক অনিতা সরকার জানিয়েছেন, “এটা একটা ঠাণ্ডা হুমকি। মুখ্যমন্ত্রীর এমন কথার কোনও নৈতিক ভিত্তি নেই। কমিশনের নির্দেশ অনুযায়ীই আমরা কাজ করব। কেউ ঠিকানায় না থাকলে বা নাগরিক না হলে, অবশ্যই নাম বাদ যাবে।” আরও এক BLO, চিরঞ্জিত ধীবর বলছেন, “ভোটার তালিকায় অনেক সময় দেখা যায় মৃত বা ভুয়ো নাম থেকে যায়। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) চাইছেন, কিছুই বাদ না দিই! এটা কি চাপ নয়?”
অন্যদিকে BLO-দের সংগঠনের আহ্বায়ক অনিমেষ হালদার বলছেন, “নিরাপত্তা না থাকলে আমরা দায়িত্ব পালন করব না। মুখ্যমন্ত্রীর বক্তব্য আমাদের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।” BLO শিক্ষক প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কাজ করব।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্য উসকানিমূলক বলেও মন্তব্য করেছেন তিনি।
আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগেই আসরে অভিষেক! SIR শুরু হলে কি করতে হবে? দলকে স্পষ্ট বার্তা দিতে বৈঠক ৮-এ
সংশোধনের আগেই রাজনৈতিক চাপ
সব মিলিয়ে, ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর আগেই রাজনৈতিক চাপে পড়েছেন রাজ্যের BLO রা। তাঁদের একাংশ মনে করছেন, রাজ্য সরকার চাইছে কমিশনের নিরপেক্ষতার উপরে প্রভাব ফেলতে। দায়িত্ব নেওয়ার আগেই তাই তাঁরা স্পষ্ট বলেছেন “শিরদাঁড়া বিক্রি করব না।”