ধনখড়ের উত্তরসূরি হবেন কে? উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নিবার্চন কমিশন

Published on:

Published on:

Election Commission announces dates for Vice-Presidential Election 2025.

বাংলা হান্ট ডেস্ক: এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের (Vice-Presidential Election 2025) দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওইবিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, এই নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর সম্পন্ন হবে এবং ভোট গণনার পর একই দিনে ফলাফলও ঘোষণা করা হবে। এদিকে, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ২১ অগাস্ট। এমতাবস্থায়, এবার সকলের নজর দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন সেদিকে রয়েছে।

উপরাষ্ট্রপতি নির্বাচনের (Vice-Presidential Election 2025) দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন:

উল্লেখ্য যে, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের পর এই নির্বাচন (Vice-Presidential Election 2025) প্রয়োজন হয়ে পড়ে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২১ জুলাই ধনকড় পদত্যাগ করেন। ভারতে, রাষ্ট্রপতির পরে উপরাষ্ট্রপতির পদ দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে বিবেচিত হয়।

যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন সম্পন্ন করা জরুরি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন সংবিধানের ৬৩ থেকে ৭১ অনুচ্ছেদ এবং ১৯৭৪ সালের উপরাষ্ট্রপতি (নির্বাচন) বিধিমালার অধীনে সম্পন্ন হয়। ৬৮ অনুচ্ছেদ অনুসারে, পদত্যাগ, মৃত্যু বা অপসারণের ক্ষেত্রে, এই পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন সম্পন্ন করা প্রয়োজন। সাধারণত, বিদায়ী উপরাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে নির্বাচন (Vice-Presidential Election 2025) সম্পন্ন হয়।

আরও পড়ুন: রতন টাটার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন চন্দ্রশেখরন! পেলেন বিশেষ দায়িত্ব

এদিকে, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে, লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি ইলেক্টোরাল কলেজ দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। এই নির্বাচন সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এবং আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার অধীনে গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়।উপরাষ্ট্রপতি হতে হলে, প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে এবং ৩৫ বছর বয়স পূর্ণ হতে হবে। এছাড়াও, রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। পাশাপাশি, তাঁর কোনও লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না।

আরও পড়ুন: চাই অধিনায়ক! ২৫ কোটি টাকায় কে এল রাহুলকে কিনবে কলকাতা? কী পরিকল্পনা KKR-এর?

উপরাষ্ট্রপতি নির্বাচনের শিডিউল:
নির্বাচনের বিজ্ঞপ্তি জারির তারিখ: ৭ অগাস্ট ২০২৫ (বৃহস্পতিবার)
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২১ অগাস্ট ২০২৫ (বৃহস্পতিবার)
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ: ২২ অগাস্ট ২০২৫ (শুক্রবার)
প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ: ২৫ অগাস্ট ২০২৫ (সোমবার)
ভোটগ্রহণের তারিখ (প্রয়োজনে): ৯ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার)
ভোটগ্রহণের সময়: সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫:০০ টা
ভোট গণনার তারিখ (প্রয়োজনে): ৯ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার)