বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশজুড়ে সম্প্রসারিত হচ্ছে রেলপথ (Indian Railways)। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা বর্তমান রেল নেটওয়ার্কে আরও ৫৭৪ কিলোমিটার বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন করেছে। মূলত, ৪ টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন করা হয়েছে। যেগুলি বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের মতো মোট ১৩ টি জেলার মধ্য দিয়ে যাবে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে “X” মাধ্যমে তথ্য উপস্থাপিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বড় পরিকল্পনা রেলের (Indian Railways):
জানিয়ে রাখি যে, এই ৪ টি প্রকল্পের জন্য মোট ব্যয় হবে ১১,১৬৯ কোটি টাকা। ২০২৮-২৯ সালের মধ্যে এগুলি সম্পন্ন হবে। এদিকে, মন্ত্রিসভার বৈঠকের পর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন যে, এই প্রকল্পগুলি নির্মাণের মাধ্যমে প্রায় ২২৯ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। সামগ্রিক বিষয়টি ম্যাপের মাধ্যমে বর্ণনা করেছেন তিনি।
In a boost to our efforts to provide next-generation infrastructure, 4 major rail projects worth over Rs. 11,100 crore have been approved by the Cabinet. These projects will benefit people of Maharashtra, Madhya Pradesh, West Bengal, Bihar, Odisha, and Jharkhand.…
— Narendra Modi (@narendramodi) July 31, 2025
অনুমোদিত পরিকল্পনার মধ্যে মধ্যপ্রদেশের ইটারসি এবং মহারাষ্ট্রের নাগপুরের মধ্যে একটি নতুন চতুর্থ লাইন নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। যা ৩৩৯ কিলোমিটার দীর্ঘ হবে। ওই রুটে (Indian Railways) ৩৭ টি স্টেশন এবং ৩৬ টি বড় সেতু থাকবে। একইভাবে, ছত্রপতি-সম্ভাজিনগর থেকে পারভানি পর্যন্ত ১৭৭ কিলোমিটার দীর্ঘ লাইন দ্বিগুণ করতে ২,১৭৯ কোটি টাকা খরচ হবে। এই অংশে একাধিক শিল্পাঞ্চল রয়েছে। এমতাবস্থায়, যাত্রীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি পণ্য পরিবহণেও সুবিধা হবে।
এদিকে, পশ্চিমবঙ্গের আলুয়াবাড়ি রোড থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ লাইন অনুমোদন করা হয়েছে। যা বিহারের কিষাণগঞ্জের মধ্য দিয়ে যাবে। ৫৭ কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটি নির্মাণে খরচ হবে ১,৭৮৬ কোটি টাকা। ডাঙ্গোপোসি-জারোলি হল তৃতীয় এবং চতুর্থ লাইন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে, লাইনের ক্ষমতা বৃদ্ধির ফলে গতিশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যা রেলের (Indian Railways) গতিশীলতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি করবে।
আরও পড়ুন: ধনখড়ের উত্তরসূরি হবেন কে? উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নিবার্চন কমিশন
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সমস্ত প্রকল্পই নতুন ভারতের দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ। যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে। এর ফলে ২,৩০৯ টি গ্রামের প্রায় ৪৪ লক্ষ মানুষের যোগাযোগ বৃদ্ধি পাবে। এই লাইনগুলির মাধ্যমে কয়লা, সিমেন্ট, ক্লিংকার এবং জিপসাম, কন্টেইনার, ফ্লাই অ্যাশ, কৃষিপণ্য এবং পেট্রোলিয়াম পণ্য পরিবাহিত হবে।