এক কোটিরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করল UIDAI, বড় পদক্ষেপ কেন্দ্রের, আপনার কার্ড সুরক্ষিত তো?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : যে কোনও ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত জরুরি। যে কোনও সরকারি, বেসরকারি কাজেও প্রয়োজন হয় এই নথির। কিন্তু সম্প্রতি এ বিষয়ে বড় আপডেট এসেছে সম্প্রতি, যা চিন্তায় ফেলেছে আমজনতাকে। ইতিমধ্যেই ইউআইডিএআই নিষ্ক্রিয় করে দিয়েছে এক কোটিরও বেশি আধার কার্ড (Aadhaar Card)। আরও লক্ষাধিক কার্ড ব্লক করার কাজও চলছে।

এক কোটিরও বেশি আধার কার্ড (Aadhaar Card) নিষ্ক্রিয়

জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ১ কোটি ১৭ লক্ষ আধার কার্ড (Aadhaar Card) ব্লক করে দিয়েছে ইউআইডিএআই। এই কার্ডগুলি দিয়ে ভবিষ্যতে আর কোনও রকম আর্থিক লেনদেন করা যাবে না। কেওয়াইসির কোনও কাজ বা পরিচয়পত্র হিসেবেও আর ব্যবহার করা যাবে না এই কার্ডগুলি। অর্থাৎ নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এই কার্ডগুলি (Aadhaar Card)। কিন্তু কেন্দ্রের এমন উদ্যোগের কারণ কী?

 

 

UIDAI is closing more than one crore aadhaar card

কেন এমন করছে কেন্দ্র: জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের আধার নম্বর নিয়ে শুরু হয়েছে বিভিন্ন অনৈতিক কাজ। এই ধরণের আধার কার্ডগুলির (Aadhaar Card) অপব্যবহার যাতে রোখা যায় তাই এই বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, কোনও পরিবারে কোনও সদস্যের মৃত্যু হলে এই উদ্যোগের অধীনে ‘মাই আধার’ পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করানো যাবে।

আরও পড়ুন : যে কোনও সময় ঘটতে পারে বিপত্তি, ভাঙা হচ্ছে কবি সুভাষ স্টেশন, গাফিলতির দায় নিয়ে মমতাকেই বিঁধল সিপিএম

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে: একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধার ডেটাবেস সবসময় আপডেটেড রাখতে বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ করে তথ্য যাচাইকরণের কাজ শুরু করেছে ইউআইডিএআই। তারপরেই নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে মৃত ব্যক্তিদের আধার নম্বর (Aadhaar Card)।

আরও পড়ুন : সুরাপ্রেমীদের জন্য বিরাট দুঃসংবাদ, ভারতে বন্ধ হতে বসেছে ১৭০ বছরের পুরনো ‘ওল্ড মঙ্ক’!

সরকারি রিপোর্ট অনুযায়ী, দেশের ২৪ টি রাজ্য এবং বেশ কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলের ডেটাবেস থেকে ১ কোটি ৫৫ লক্ষ মৃত্যুর ডেটাবেস মিলেছে বলে খবর। সেগুলি যাচাইয়ের পরেই নিষ্ক্রিয় করা হয়েছে ১ কোটি ১৭ লক্ষ আধার কার্ড। আরও ৬ লক্ষ ৭০ হাজার কার্ড নিষ্ক্রিয় করণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এমনও কিছু আধার কার্ড রয়েছে, যেগুলির হোল্ডারদের বয়স ছাড়িয়ে গিয়েছে ১০০। তারা আদৌ বেঁচে আছেন কিনা সেই তথ্যও যাচাই করছে ইউআইডিএআই।