বাংলা হান্ট ডেস্কঃ বেআইনি নির্মাণ ভাঙার বদলে টাকা নেওয়ার অভিযোগে আসানসোল পুরসভার বিরুদ্ধে কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, এই ঘটনায় অবিলম্বে এফআইআর করতে হবে পুরসভার বিরুদ্ধে। আদালতের প্রশ্ন, “পুরসভা কী করে বলছে ২০ লক্ষ টাকা দিলে বেআইনি নির্মাণ ভাঙা হবে না? এক্ষুনি এফআইআর দায়ের করুন।”
অভিযোগ, টাকা দিলেই বেআইনে নির্মাণ ভাঙ্গার সিদ্ধান্ত বাতিল করছে পুরসভা
উল্লেখ্য, আসানসোলের একটি সংস্থা তাদের কারখানার সম্প্রসারণের জন্য আবেদন করেছিল পুরসভায়। পুরসভা প্রথমে জানায় নির্মাণ বেআইনি, এমনকী নোটিসও দেওয়া হয়। ঠিক হয় ৫ জুলাই ভাঙা হবে সেই নির্মাণ। কিন্তু অভিযোগ, সংস্থাটি ২০ লক্ষ টাকা দিলে নির্মানটি ভাঙার সিদ্ধান্ত বাতিল করে পুরসভা। এমনকি পরে পুরসভার তরফে আবারও ২০ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ এক মঞ্চে শোনা যাবে মুখ্যমন্ত্রীর লেখা ৩২টি গান! নতুন বছরে আয়োজিত হতে চলেছে বিশেষ কনসার্ট
এরপরেই আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় ওই সংস্থাটি। তাদের আইনজীবীর অভিযোগ, পুরসভা বলছে টাকা দিলে কোনও বেআইনি নির্মাণ ভাঙা হবে না। বার বার টাকা চাওয়া হচ্ছে, এমনকী তারা ‘আসানসোল জেনারেল ফান্ড’-এর নামেও টাকা আদায় করছে।
আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগেই আসরে অভিষেক! SIR শুরু হলে কি করতে হবে? দলকে স্পষ্ট বার্তা দিতে বৈঠক ৮-এ
পুলিশকে তদন্তের নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)
এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি কান্ত স্পষ্ট জানান, বেআইনি নির্মাণ রুখতে না গিয়ে যদি টাকা নিয়ে সিদ্ধান্ত বদলায় কোনও পুরসভা, তা অপরাধের শামিল। পুলিশকে তদন্ত করে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি সোমবার।