বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প গুলির মধ্যে একটি ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প (Taruner Swapno Scheme)। এর মাধ্যমে স্কুল পড়ুয়াদের ট্যাব কেনার টাকা প্রদান করে রাজ্য। অতীতে একাধিক বার এই প্রকল্পের টাকা উধাও হওয়ার খবর সামনে এসেছে। পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার ১০০০০ টাকা আসল প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না এসে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। তাই এবারে বিশেষ সতর্ক স্কুল শিক্ষা দফতর।
গতবারের কাণ্ডে শিক্ষা ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে | Taruner Swapno Scheme
এ বছর ‘তরুণের স্বপ্নে’ প্রকল্পের আওতায় পড়ুয়াদের তথ্য যাচাইয়ের ৩১ অগস্টের সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য। এই সময়ের মধ্যেই সমস্ত তথ্য যাচাই করে স্কুল শিক্ষকদের ‘বাংলার শিক্ষা’ পোর্টালে আপলোড করতে হবে। কমিশনার অফ স্কুল এডুকেশন দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে আরও জানানো হয়েছে, ৪ সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেওয়া হবে।
সরকার তরফে আসা ফর্ম পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে। পড়ুয়ারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে স্কুলে জমা দিলে স্কুল সেই তথ্য যাচাই করবে। গতবারের মত এবারে যাতে একাদশ শ্রেণির পড়ুয়াদের ‘ট্যাব’-এর টাকা তাদের অ্যাকাউন্টেই ঢোকে, সেই বিষয়ে নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা দফতর।
পড়ুয়াদের এই প্রকল্পের টাকা পেতে কী কী করতে হবে তা নির্দেশিকা আকারে ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে পাঠিয়েছে শিক্ষা দফতর। বলা হয়েছে, পড়ুয়াদের মুচলেকা-সহ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পরই তারা প্রকল্পের টাকা পাবে। পড়ুয়াদের জন্য ২০ দফার নির্দেশিকা দেওয়া। তাতে বলা হয়েছে, প্রত্যেক পড়ুয়ার জন্য আলাদা আলাদা ওটিপি আসবে। এই পদক্ষেপ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে কোভিডের সময় থেকেই শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে রাজ্য সরকার। ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারে সুবিধা হয়। এই উদ্দেশেই চালু হয় ‘তরুণের স্বপ্ন’।
সরকারি এবং সরকার পোষিত স্কুলের পাশাপাশি, মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।