বাংলাহান্ট ডেস্ক : সামনে এল ৭১ তম জাতীয় পুরস্কারের তালিকা। ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রের সেরাদের সম্মানিত করতে প্রতি বছর প্রকাশিত হয় এই পুরস্কারের তালিকা। এবছরের তালিকা বিরাট চমক দিয়েছে চলচ্চিত্র প্রেমীদের। দীর্ঘ ৩৩ বছর পর প্রথম বার জাতীয় পুরস্কার উঠেছে শাহরুখ খানের (Shahrukh Khan) হাতে। ২০২৩ সাল এক স্মরণীয় বছর হয়ে রইল কিং খানের জন্য। ‘জওয়ান’ ছবির জন্য জাতীয় পুরস্কার (National Award) পেলেন তিনি।
জাতীয় পুরস্কার উঠল শাহরুখের (Shahrukh Khan) হাতে
সিনে কেরিয়ারের তিন দশক পার করে ফেলেছেন শাহরুখ (Shahrukh Khan)। এই সুদীর্ঘ কেরিয়ারে বহু ছবি উপহার দিয়েছেন তিনি। রয়েছে একগুচ্ছ ব্লকবাস্টার হিট। আন্তর্জাতিক মঞ্চে পেয়েছেন স্বীকৃতি। বিশ্বের তাবড় তারকারা একডাকে চেনেন কিং খানকে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানান সম্মানীয় পুরস্কার উঠেছে তাঁর হাতে। কিন্তু একটা ফাঁক থেকেই গিয়েছিল। খুবই অপ্রত্যাশিতভাবে পূরণ হল সেই ফাঁকা জায়গাটা।
কামব্যাক করেই ধামাকা: কেরিয়ারে একটা সময় এমন এসেছিল যখন বছর কয়েকের জন্য কার্যত অদৃশ্য হয়ে গিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। নিন্দুকরা খোঁচা দিয়েছিল, অবসরের সময় হয়ে গিয়েছে। কিন্তু তিনি কামব্যাক করেন, আর তাও এমন ধামাকার সঙ্গে যে গোটা ইন্ডাস্ট্রি থমকে গিয়েছিল। বক্স অফিসের খেলাটাই বদলে দিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। আর এবার জাতীয় পুরস্কার উঠল তাঁর হাতে।
আরও পড়ুন : ধুঁকছে ইলিশ বাজার, চড়া দাম ‘চুনোপুঁটি’দেরও, পদ্মার রূপোলি শষ্য কি এবারও দিবাস্বপ্ন?
জওয়ান ছবিতে চমক কিং খানের: জওয়ান ছবিতে অভিনয় দিয়ে দর্শকদের পরতে পরতে চমক দিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। বিভিন্ন লুকে বদল হয়েছিল তাঁর অভিনয়ের ধরণও। বাবা ছেলের দ্বৈত চরিত্রে ঝড় তুলে দিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। সেই ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন তিনি। এর আগে তাঁকে বলতে শোনা গিয়েছিল এই অপ্রাপ্তির কথা। সেই ইচ্ছাটাও আর অপূর্ণ রইল না তাঁর।
আরও পড়ুন : ভোগান্তির দিন শেষ, নির্দিষ্ট রুটের ট্রেনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম, বড় উদ্যোগ শিয়ালদহ স্টেশনে
অবশ্য শাহরুখ একা নন। ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত মাসেও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানি মুখার্জী, ‘দ্য কেরালা স্টোরি’র জন্য সেরা পরিচালকের সম্মান উঠেছে সুদীপ্ত সেনের হাতে। পুরস্কার পেয়েছে রকি অউর রানি কি প্রেম কাহিনি, স্যাম বাহাদুর। বাংলা বিভাগে সেরা ছবি ‘ডিপ ফ্রিজ’।