বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের শুরুতে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) প্রত্যেকটি প্রধান টেলিকম কোম্পানি অর্থাৎ Airtel, Jio, BSNL এবং Vodafone-Idea কে বাজেট-ফ্রেন্ডলি প্ল্যান (Recharge Plan) চালু করার নির্দেশ দেয়। যেগুলি ডেটা ছাড়াই মোবাইল নম্বর সক্রিয় রাখতে সাহায্য করে। এই আদেশ অনুসরণ করে, Airtel, Jio এবং Vi বাজারে তাদের ডেটা-ফ্রি প্রিপেড প্ল্যান চালু করেছে। যা বিশেষভাবে ফিচার ফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নিয়ে আদা হয়েছে। পাশাপাশি, যাঁদের কাছে বেসিক কলিংয়ের জন্য মোবাইল ফোন আছে তাঁরাও এর ফলে উপকৃত হবেন।
এই রিচার্জ প্ল্যানগুলিতে (Recharge Plan) লাভবান হবেন গ্রাহকরা:
Airtel-এর ডেটা ফ্রি প্ল্যান: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Airtel এমন ২ টি প্ল্যান (Recharge Plan) চালু করেছে যেগুলিতে ইন্টারনেট ডেটার সুবিধা নেই কিন্তু কলিং এবং SMS-এর সম্পূর্ণ সুবিধা উপলব্ধ রয়েছে। ৮৪ দিনের মেয়াদের এই প্ল্যানটি ৪৬৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে সারা দেশে আনলিমিটেড কলিং অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, বিনামূল্যে রোমিং এবং ৯০০ টি SMS- এর সুবিধা পাওয়া যায়। এদিকে, ৩৬৫ দিনের বৈধতার আরেক প্ল্যানের দাম ১,৮৪৯ টাকা। এর মধ্যে রয়েছে আনলিমিটেড কলিং, ফ্রি রোমিং এবং পুরো বছরের জন্য ৩৬০০ টি SMS-এর সুবিধা।
Jio-র দীর্ঘমেয়াদী অফার: ইতিমধ্যেই Jio ৮৪ দিন এবং ৩৩৬ দিন ভ্যালিডিটি বিশিষ্ট ২ টি ডেটা-ফ্রি প্ল্যান (Recharge Plan) উপলব্ধ করছে। ৪৪৮ টাকার ৮৪ দিনের প্ল্যানে দেশজুড়ে আনলিমিটেড কলিং এবং ১,০০০ টি SMS-এর সুবিধা পাওয়া যাবে। একইভাবে, ১,৭৪৮ টাকার ৩৩৬ দিনের প্ল্যানে, ব্যবহারকারীরা কলিং এবং ৩৬০০ টি SMS-এর সুবিধাও মিলবে।
আরও পড়ুন: “মিস” হল বড় সুযোগ! ২০০৭ সালের পর টিম ইন্ডিয়া যা করতে পারেনি এবারেও পারলেন না শুভমানরা
Vi (Vodafone-Idea)-র প্ল্যান: এদিকে, Vi-ও ২ টি প্ল্যান চালু করেছে। যেখানে ৪৭০ টাকার প্ল্যানে ব্যবহারকারীরা ৮৪ দিনের মেয়াদ পান। এছাড়াও, ১,৮৪৯ টাকায় গ্রাহকেরা ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। উভয় প্ল্যানেই আনলিমিটেড কলিং এবং SMS-এর সুবিধা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: এই দেশে ইতিহাস গড়ার পথে আদানি! করবেন ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ, এশিয়াজুড়ে বাড়ছে দাপট
BSNL এবং Vi গ্রাহক হারিয়েছে: TRAI-এর গত জুনের রিপোর্ট অনুসারে, ওই মাসে Vi এবং BSNL-ও বড় ধাক্কা খেয়েছে। Vi ২ লক্ষেরও বেশি ব্যবহারকারী হারিয়েছে এবং BSNL-ও ১.৩৫ লক্ষেরও বেশি গ্রাহক হারিয়েছে। গত মে মাসেও, এই ২ টি কোম্পানিই বিপুল সংখ্যক ব্যবহারকারী হারিয়েছে। বিপরীতে, Jio এবং Airtel ক্রমাগত নতুন গ্রাহক যুক্ত করছে এবং দেশের ২ টি বৃহত্তম টেলিকম কোম্পানি হিসাবে তাদের অবস্থান শক্তিশালী করছে।