বাংলা হান্ট ডেস্কঃ ‘দুয়ারে সরকার’-এর সফলতার পর এবার আরও এক নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। আজ অর্থাৎ ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। ২১ জুলাইয়ের সভার পর নাবান্ন (Nabanna) থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচি চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। এই প্রকল্পে এবার প্রশাসন পৌঁছে যাবে বুথ স্তর পর্যন্ত। নাগরিকদের সমস্যা সরাসরি শোনা হবে এবং তার সমাধানও করা হবে দ্রুত।
নাবান্ন (Nabanna) সুত্রে খবর, এই প্রকল্পে মিলবে মোট ১৬ ধরণের পরিষেবা। প্রতিটি ব্লক, গ্রাম ও শহরে শিবির হবে। প্রতি তিনটি বুথ মিলে তৈরি হবে একটি কেন্দ্র। এই শিবিরগুলিতে স্থানীয় বাসিন্দারা সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। সমস্ত কাজ হবে অনলাইনের মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ায়।
কোন কোন পরিষেবা মিলবে? জানাল নাবান্ন (Nabanna)
1. নিকাশি ব্যবস্থা:
– নর্দমা ঢাকার কাজ
– সোক পিট তৈরি
– কালভার্ট নির্মাণ
2. পানীয় জল:
– টিউবওয়েল বসানো
– জল সরবরাহের পাইপলাইন
– পানীয় জলের ট্যাঙ্ক
3. আলো ব্যবস্থা:
– এলইডি লাইট
– সোলার লাইট
4. শৌচালয়:
– বাজার এলাকায় শৌচালয় নির্মাণ
5. ICDS সেন্টার উন্নয়ন:
– ছাদ ও সীমানা প্রাচীর
– খেলার জায়গা
– জলের ব্যবস্থা ও নিরাপত্তা
6. প্রাথমিক স্কুল:
– দেওয়ালে ছবি আঁকা
– শৌচালয় ও জলের ব্যবস্থা
– বেঞ্চ
– ছাদ সংস্কার
7. পুকুর উন্নয়ন:
– পুকুর খনন
– ঘাট বাঁধানো
8. বর্জ্য ব্যবস্থাপনা:
– ময়লা ফেলার জায়গা
– নিয়মিত পরিষ্কার রাখার ব্যবস্থা
9. খোলা জায়গায় ব্যবস্থাপনা:
– বেঞ্চ ও শেড
– কমিউনিটি শেড সংস্কার
10. বাজার উন্নয়ন:
– স্টল সংস্কার
– নিকাশি ও আলো ব্যবস্থা
11. সাংস্কৃতিক উদ্যোগ:
– ছোট মঞ্চ
– উৎসবের জন্য জায়গা
– কমিউনিটি সেন্টার
12. গণপরিবহণ:
– বাসস্টপে শেড
– অটো/রিকশা স্ট্যান্ড
– ফুটপাত, ফুটব্রিজ
– অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা
13. সবুজায়ন ও ফিটনেস:
– খোলা জায়গায় জিম
– গাছের গোড়া বাঁধানো
– পার্কে বেঞ্চ
14. বিদ্যুৎ পরিষেবা:
– বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন
– ট্রান্সফর্মার ও খুঁটি সংস্কার
– কমিউনিটি হল ও স্কুলে বিদ্যুতের বন্দোবস্ত
– বিদ্যুৎ সঞ্চয়ের জন্য নতুন উদ্যোগ
15. রাস্তা:
– রাস্তা সংস্কার
16. অন্যান্য স্থানীয় সমস্যা যেগুলি নাগরিকেরা জানাবেন
পুজো ও সরকারি ছুটি ছাড়া বাকি দিনগুলোয় রাজ্যের ব্লক ও শহরাঞ্চলে চলবে এই বিশেষ ক্যাম্প। রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে জানানো হয়েছে যে তিনটি করে বুথ নিয়ে একটি সেন্টার তৈরি হবে, আর সেখানেই শোনা হবে মানুষের অভিযোগ, সমস্যা, দাবি।
নবান্ন (Nabanna) সূত্রে খবর, ইতিমধ্যেই ঠিক করা হয়েছে ৮০ হাজারের বেশি বুথ ধরে রাজ্যে মোট ২৭ হাজার ক্যাম্প করা হবে। যেখানে সরকার সরাসরি জনগণের কাছ থেকে অভিযোগ নেবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে এবং সবটাই হবে অনলাইন মাধ্যমে, স্বচ্ছতা বজায় রেখে। এই ক্যাম্পগুলির মাধ্যমে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি, লোকজনের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলাই সরকারের উদ্দেশ্য। প্রতিটি শিবিরে স্থানীয় আধিকারিকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।