বাংলা হান্ট ডেস্ক: এসএসসি (SSC Recruitment Case) ইস্যুতে এখনও খোলেনি জট। গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জেরে প্রায় ২৬০০০ শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এদিকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের রায় নিয়ে রিভিউ পিটিশন দায়ের করেছিল স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার। সেই সংক্রান্ত বিষয়েই এবার বড় আপডেট সামনে আসছে।
এসএসসি ইস্যুতে রিভিউ পিটিশন নিয়ে বড় খবর | SSC Recruitment Case
সুপ্রিম কোর্ট সূত্রে খবর, এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত মামলা-সহ এখনও পর্যন্ত দায়ের হওয়া সমস্ত মামলার রিভিউ পিটিশনের শুনানি হবে আগামী ৪ অগস্ট থেকে ৮ অগস্ট পর্যন্ত। শুক্রবার সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার (শুনানি) ওই মামলাগুলির সংশ্লিষ্ট আইনজীবীদের শুনানিতে হাজির থাকার বিষয়ে জানিয়েছেন।
২৬০০০ চাকরি বাতিল (SSC Scam) মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সম্প্রতি সুপ্রিম দরবারে গিয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। উল্লেখ্য, হাইকোর্টের রায় বহাল রেখে গত ৩ এপ্রিল এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যার জেরে এক ধাক্কায় ২৫ হাজার ৭৩৫ জন চাকরি হারান। এক বারে এত সংখ্যক শিক্ষক, শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় সমস্যা শুরু হয়।
সেই সময় সুপ্রিম রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল পড়ুয়া সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথায় মাথায় রেখে রায়ে পরবর্তনের জন্য আবেদন করা হয়। পর্ষদের আবেদন ছিল, এত সংখ্যক শিক্ষকের চাকরি এক সঙ্গে বাতিল হলে শিক্ষাব্যবস্থায় বড়সড় ধাক্কা লাগবে। শিক্ষাব্যবস্থা ভেঙে যেতে পারে।
এরপর গত ১৭ এপ্রিল পর্ষদের আবেদন মেনে সাময়িক রায় পরিবর্তন করে সুপ্রিম কোর্ট। কোর্টের নির্দেশ ছিল, দাগি নন এমন ও অযোগ্যদের বাদ রেখে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকেরা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যেতে পারবেন। তাঁদের বেতনও বহাল থাকবে। তবে আদালতের সাফ নির্দেশ ছিল, ৩১ মে-র মধ্যে রাজ্যকে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। সেই সময়ই রিভিউ পিটিশন করে রাজ্য সরকার। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশিকা মত নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে এসএসসি।