এবার ‘তৃতীয় চোখ’ খুলবে নবান্ন! তিনতলায় চালু হচ্ছে ডিজিটাল কন্ট্রোল রুম

Published on:

Published on:

Nabanna launches digital control room

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ নিচ্ছে নবান্ন (Nabanna)। এবার রাজ্য প্রশাসনের সদর দফতরে চালু হচ্ছে এক অত্যাধুনিক ডিজিটাল কন্ট্রোল রুম, যা সরাসরি নজর রাখবে জেলার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজের উপর। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।

বিশেষ টিম নিয়ে নবান্নে (Nabanna) তৈরি হচ্ছে ডিজিটাল কন্ট্রোল রুম

এই কন্ট্রোল রুমটি তৈরি হচ্ছে নবান্ন (Nabanna) ভবনের তৃতীয় তলায়, এডিজি (আইনশৃঙ্খলা)-র অধীনে। শুরুর পর্যায়ে এই রুমে থাকবেন একজন সাব-ইন্সপেক্টর, দু’জন এএসআই এবং ছ’জন কনস্টেবল। পরিষেবা চালু থাকবে ২৪ ঘণ্টা, তিনটি শিফটে ভাগ করে। সমস্ত নজরদারি ও রিপোর্টিং হবে ডিজিটাল মাধ্যমে।

জেলার উপর সরাসরি নজরদারি

এর আগে কলকাতা পুলিশের কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ফুটেজ মনিটরিং করা হলেও, এবার রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা কয়েক হাজার ক্যামেরার ছবি সরাসরি দেখা যাবে নবান্ন (Nabanna) থেকেই। মাস কয়েক আগেই একটি আলাদা সিসিটিভি মনিটরিং ইউনিট তৈরি হয়েছিল, যার মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি রিয়েল টাইমে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছিল। সেই ব্যবস্থাকেই এবার আরও উন্নত রূপ দেওয়া হচ্ছে।

প্রশাসনের একাংশ জানাচ্ছে, বিরোধীদের ধারাবাহিক প্রশ্ন এবং রাজ্যে একাধিক এলাকায় অশান্তির ঘটনার প্রেক্ষিতে নজরদারি জোরদার করতেই এই পদক্ষেপ।

Nabanna launches digital control room

আরও পড়ুনঃ রচনা বনাম অসিত, স্মার্ট ক্লাস নিয়ে তৃণমূলেই বেধে গেল ‘আনস্মার্ট দ্বন্দ্ব’, অভিযোগ গেল অভিষেকের দপ্তরে

লক্ষ্য একটাই, রাজ্যবাসীর নিরাপত্তা

এই কন্ট্রোল রুমের মাধ্যমে কোনও এলাকায় হঠাৎ করে গণ্ডগোল বা আইনশৃঙ্খলা অবনতি হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যাবে। শুধু তাই নয়, নথিপত্র সংরক্ষণ, অপরাধ বিশ্লেষণ কিংবা তদন্তের ক্ষেত্রেও এই ডিজিটাল কন্ট্রোল রুম বড় ভূমিকা নিতে পারে বলে আশা করা হচ্ছে।

নবান্ন (Nabanna) সূত্রে খবর, ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি যুক্ত করে এই কন্ট্রোল রুমকে রাজ্যের কেন্দ্রীয় নজরদারি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।