বাংলাহান্ট ডেস্ক : ভারত কৃষি নির্ভর দেশ। শিল্প-বাণিজ্যের দিক দিয়ে যতই আর্থিক উন্নতি হোক না কেন, দেশের মূল ভিত্তি কৃষি। ছোট, বড়, মাঝারি মাপের বহু কৃষকই (Farmers) এখনও পুরোদমে কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের জন্য নানান লাভজনক প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। আর্থিক উন্নতি, প্রযুক্তি গত সহায়তার জন্য কৃষকদের (Farmers) উন্নতিসাধনের ক্ষেত্রে একগুচ্ছ প্রকল্প নিয়ে এসেছে মোদী সরকার। তার মধ্যে অনেক প্রকল্পের খোঁজ হয়তো নেই অনেকের কাছেই।
কৃষকদের (Farmers) জন্য কী কী প্রকল্প রয়েছে কেন্দ্রের?
কৃষক সম্মান নিধি প্রকল্প: ২০১৮ সালে শুরু হয়েছিল কেন্দ্রীয় সরকারের এই বিশেষ কৃষক কল্যাণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় বার্ষিক ৬০০০ টাকা প্রদান করা হয় ক্ষুদ্র এবং দরিদ্র কৃষকদের (Farmers)। তিনটি সমান কিস্তিতে অর্থাৎ ২০০০ টাকা করে কৃষকদের (PM Kisan Samman Nidhi) দেওয়া হয়ে থাকে। সরাসরি ডিবিটি এর মাধ্যমে এই টাকা স্থানান্তরিত করা হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
কৃষি উড়ান যোজনা: এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ফল, সবজি, মাছ, দুধ সবই দ্রুত এবং সুরক্ষিত ভাবে দেশের বড় বড় বাজারগুলিতে পৌঁছে দিতে পারে। দেশের ৫৮ টি বিমানবন্দরের মাধ্যমে সরবরাহ করা হয় এইসব পণ্য। এতে দামও বেশি পাওয়া যায়। মূলত উত্তর পূর্বের, পাহাড় এবং আদিবাসী এলাকার কৃষকরা (Farmers) এই প্রকল্পের আওতায় লাভবান হতে পারেন।
প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা: এই প্রকল্পের আওতায় নিয়মিত টাকা সঞ্চয় করে ভবিষ্যতে পেনশনের সুযোগ পান কৃষকরা (Farmers)। এই জনপ্রিয় প্রকল্পে মাসিক ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত জমা করতে পারেন তারা। সরকারও দেয় সমপরিমাণ অর্থ। ৬০ বছর বয়স হলে এই প্রকল্পে ৩ হাজার টাকা করে পেনশন দেওয়া হয় কৃষকদের (Farmers)। উল্লেখ্য, ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে অর্থ জমা করা যাবে।
আরও পড়ুন : ‘রাম’ হতে কিশোর কুমারের বায়োপিক প্রত্যাখ্যান রণবীরের! কাকে দেখা যাবে গায়কের চরিত্রে?
প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা: কৃষকদের (Farmers) ডিপ ইরিগেশন থেকে খাল সংষ্কর, জল সংরক্ষণ সহ একাধিক সুবিধা মেলে এই প্রকল্পে। যেসব এলাকায় কৃষির ক্ষেত্রে মূলত বর্ষাকালই ভরসা, সেই এলাকাগুলিতে এই প্রকল্প খুবই ফলদায়ক কৃষকদের (Farmers) জন্য।
আরও পড়ুন : মনোজিতের অজ্ঞাতে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, খাওয়ানো হয়েছে ট্যাবলেট! কসবা কাণ্ডে বিষ্ফোরক অভিযুক্তের আইনজীবী
প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা: কৃষক কল্যাণের জন্য এই প্রকল্পটি নতুন শুরু করা হয়েছে কেন্দ্রের তরফে। দেশের ১০০ টি পিছিয়ে পড়া কৃষি জেলার উন্নতি সাধন এই প্রকল্পের মূল লক্ষ্য। এই প্রকল্পের আওতায় প্রযুক্তিগত প্রশিক্ষণ, আধুনিক বীজ, সংরক্ষণ করা এবং বিপণনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন কৃষকরা চলতি বছরের ১৬ ই জুলাই থেকে শুরু হয়েছে এই বিশেষ প্রকল্প।