‘মহাদেব’ শেষ হতেই শুরু ‘অপারেশন অখল’, কাশ্মীরে ফের শুরু জঙ্গি দমন অভিযান

Published on:

Published on:

Terrorist Killed in Kulgam During Operation Akhal

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরে ফের সক্রিয় ভারতীয় সেনা। ‘অপারেশন মহাদেব’-এর ঠিক পাঁচ দিন পরেই এবার শুরু হল নতুন অভিযান ‘অপারেশন অখল’ (Operation Akhal)। শুক্রবার থেকে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার এক বিস্তীর্ণ বনভূমি এলাকায় এই জঙ্গি দমন অভিযান শুরু করেছে সেনা ও পুলিশ। শনিবার সকালে সেনার পালটা গুলিতে এক জঙ্গি খতম হয়েছে বলে খবর মিলেছে।

সেনার হাতে খতম এক জঙ্গি

জানা যায়, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। বনঘেরা অঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল। সেনার উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়ে, জবাবে পালটা চালায় সেনাও। সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। তবে আরও কয়েকজন ওই অঞ্চলে লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ, তাই এখনও গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

‘অপারেশন মহাদেব’-এর পর ফের সাফল্য

মাত্র কয়েক দিন আগেই, সোমবার ‘অপারেশন মহাদেব’ চালিয়ে পহেলগাঁও হামলার তিন জঙ্গিকে নিকেশ করে সেনা। নিহত জঙ্গিদের নাম সুলেমান, আফগান এবং জিবরান। এই তিনজনই পর্যটক খুনের ঘটনায় যুক্ত ছিল। সেনা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ তিন মাস আত্মগোপনে থাকার পর এক জঙ্গি ‘টি৮২ আল্ট্রাসেট’ নামে একটি কমিউনিকেশন ডিভাইস ব্যবহার শুরু করলে, সেই সূত্র ধরেই তাদের অবস্থান চিহ্নিত হয়।

এই অভিযান নিয়ে মঙ্গলবার লোকসভায় বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, সেনা এবং পুলিশের সম্মিলিত অভিযানে কোনও জঙ্গিই পালাতে পারেনি। উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্রও, যা দিয়ে পর্যটকদের হত্যা করা হয়েছিল।

Terrorist Killed in Kulgam During Operation Akhal

আরও পড়ুনঃ অনুদান ইস্যুতে ফের আইনি লড়াই, রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে সিপিএম-বিজেপি জোট

কাশ্মীরে সন্ত্রাসবাদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এগোচ্ছে ‘অপারেশন অখল’ (Operation Akhal)

বর্তমানে কুলগামের বিস্তীর্ণ অঞ্চলে সেনা তল্লাশি অভিযান চালাচ্ছে। সেনার মতে, এই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। ‘অপারেশন অখল’-এর (Operation Akhal) মাধ্যমে কাশ্মীরে সন্ত্রাসবাদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এগোচ্ছে ভারতীয় বাহিনী।