রবিতে দিনভর চলবে ভারী বৃষ্টি! কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস? আবহাওয়ার আগাম আপডেট

Published on:

Published on:

South Bengal Weather Tomorrow update

বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টির বিদায় আপাতত হবে না। পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে ৭ অগস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া যেমন বইবে, তেমন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে উত্তরবঙ্গে কড়া দুর্যোগের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সবমিলিয়ে আগামীকাল রবিবার কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা ছিল আকাশ। বৃষ্টিও হয়েছে। আবার কোথাও কোথাও উঁকি দিয়েছে রোদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বইতে পারে। ৩০-৪০ প্রতি ঘণ্টা কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।

Rainfall alert Kolkata South Bengal weather North Bengal West Bengal weather update 29th June

নতুন সপ্তাহেও একই থাকবে পরিস্থিতি। সোম-মঙ্গল ও বুধবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে। তবে ৭ অগস্ট বৃহস্পতিবার নাগাদ বাড়তে পারে বৃষ্টির দাপট। এদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

South Bengal Weather report tomorrow 1august 2025

আইএমডি বা ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে এ বছর বর্ষা ঝোড়ো ইনিংস চালাবে। বর্ষার দ্বিতীয়ার্ধে অর্থাৎ অগাস্ট-সেপ্টেম্বরে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

south bengal weather(33)

আরও পড়ুন: পুষ্টিগুণে ঠাসা, কিন্তু এভাবে খেলেই শরীরের জন্য ‘বিষ’! ইলিশ সঠিকভাবে রান্নার পদ্ধতি জানেন?

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৪ তারিখে পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, কালিম্পঙের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে জারি রয়েছে রেড অ্যালার্ট।