বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের দাপটে বৃষ্টি চলেছে টানা। এবারে তা সরে গিয়ে উত্তরবঙ্গের দিকে গিয়েছে। এর জেরে এবার তুমুল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টি চলবে। ৭ অগস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ প্রতি কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। আজ অধিক বৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং দুই ২৪ পরগনায়। সোম ও মঙ্গলবারও বৃষ্টি চলবে। একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টি বাড়বে।
বুধে ভারী বর্ষণ হতে পারে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায়। এরপর বৃহস্পতিবার ফের গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৭ অগস্ট বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও।
দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলে তাপমাত্রা কিছুটা বাড়বে। বাড়বে ভ্যাপসা গরম। আইএমডি জানিয়েছে এ বছর বর্ষা লম্বা চলবে। বর্ষার দ্বিতীয়ার্ধে অর্থাৎ অগাস্ট-সেপ্টেম্বরে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে গোটা দেশেই।
আরও পড়ুন: ন’মাসের টানা দুর্ভোগ, নিউ গড়িয়ার মেট্রো যাত্রীদের জন্য আসছে ‘দেবদূত’! বিশেষ উদ্যোগ রাজ্যের
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঝড় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। ভারী বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুরে। বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। আগামী ৪ তারিখে পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, কালিম্পঙ সহ অধিকাংশ জেলায় দুর্যোগ চলবে।