এবার ভারতের মাটিতেই তৈরি হবে Samsung-এর নয়া সিরিজের স্মার্টফোন! বড় ঘোষণা করে দিল সংস্থা

বাংলা হান্ট ডেস্ক: স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Samsung এবার একটি বড়সড় ঘোষণা করেছে। মূলত, Samsung তার ভারতীয় কারখানায় দেশীয় বাজারে বিক্রয়ের পাশাপাশি রপ্তানির জন্য লেটেস্ট আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence, AI) যুক্ত Galaxy S24 সিরিজের স্মার্টফোন তৈরি করবে।

উল্লেখ্য যে, কোম্পানিটি ইতিমধ্যেই তার সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S24 সিরিজ প্রকাশ করেছে। যেটিতে AI বেসড অ্যাপ্লিকেশনগুলিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। যেখানে হিন্দি সহ নির্বাচিত ভাষায় রিয়েল-টাইম ভয়েস কল এবং মেসেজ অনুবাদ সহ আরও ভালো ইমেজ এডিটিং, কনটেন্ট ক্রিয়েটারদের আকৃষ্ট করার জন্য আরও ভালো ক্যামেরা এবং মজবুত ডিসপ্লের জন্য কর্নিং গরিলা আর্মার গ্লাসের মতো ফিচার্স উপলব্ধ রয়েছে।

কি জানিয়েছে কোম্পানি: এই প্রসঙ্গে Samsung ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং সিইও জেবি পার্ক বলেন, “এটি একটি ভবিষ্যতের ডিভাইস। বর্তমানে বিশ্ব AI-এর পরবর্তী বড় জিনিস সম্পর্কে কথা বলছে এবং Galaxy S24 সিরিজ এটি সরাসরি আপনার কাছে নিয়ে আসছে। আমি ঘোষণা করতে পেরে খুবই আনন্দিত যে, Galaxy S24 সিরিজ ভারতের নয়ডা কারখানায় তৈরি করা হবে।”

Samsung's new series of smartphones will be made in India

Galaxy S24 সিরিজের প্রি-বুকিং ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে: জেবি পার্ক আরও জানিয়েছেন যে, ভারতে গ্রাহকরা ১৮ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে Galaxy S24 সিরিজের স্মার্টফোনগুলি প্রি-বুক করতে পারবেন এবং এর বিক্রয় আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে। পার্ক বলেন, “Samsung-এর মাধ্যমে আমরা ভারতে প্রিমিয়াম পণ্যের প্রচার করতে পেরে গর্বিত। আমি নিশ্চিত যে, ভারত Galaxy S24-এর সঞ্চালনের মাধ্যমে AI-এর বিপ্লবকে গ্রহণের দিক থেকে সবথেকে এগিয়ে থাকবে।”

আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের দিন সব সরকারি অফিসে অর্ধদিবস ছুটি! বড় ঘোষণা কেন্দ্র সরকারের

৭৯,৯৯৯ টাকা থেকে ১,৫৯,৯৯৯ টাকার মধ্যে হবে উপলব্ধ: সংবাদ সংস্থা PTI-এর মতে, Samsung Galaxy S24 সিরিজের স্মার্টফোনগুলির স্টোরেজ ক্ষমতা ৮ GB সিস্টেম মেমরি (ROM) এবং ২৫৬ GB স্টোরেজ মেমরি (RAM) থেকে ১২ GB ROM এবং ১ টেরাবাইট (TB) র‌্যাম পর্যন্ত উপলব্ধ রয়েছে। এই স্মার্টফোন ভারতে ৭৯,৯৯৯ টাকা থেকে ১,৫৯,৯৯৯ টাকার মধ্যে পাওয়া যাবে।

আরও পড়ুন: অপেক্ষার অবসান! এই রুটে চলবে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, যাত্রীদের জন্য বড় উপহার ভারতীয় রেলের

এদিকে, Samsung ইন্ডিয়ার মোবাইল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজু পুল্লান জানিয়েছেন যে সমগ্র S24 সিরিজটি ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য অংশের জন্য তৈরি করা হবে। তিনি বলেন, “Galaxy S24 সিরিজের সম্পূর্ণ রেঞ্জ ভারতে তৈরি করা হবে এবং আমরা এটি ভারত থেকে বিশ্বের কাছে উপলব্ধ করব।”

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর