মাদক পাচার চক্রে জড়িত তৃণমূলের দুই দাপুটে কর্মী, জানাজানি হতেই ৬ বছরের জন্য বহিষ্কার দল থেকে

Published on:

Published on:

Trinamool Congress expels two leaders over drug trafficking charges in Cooch Behar

বাংলা হান্ট ডেস্কঃ নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে জড়িত থাকার অভিযোগে দুই কর্মীকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। অভিযোগ প্রমাণ না হলেও দল বলছে, সমাজে এই ধরনের কাজ দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তাই দল বিরোধী কাজ এবং সামাজিক অনৈতিকতার অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

৬ বছরের জন্য দল থেকে বহিস্কার দুই তৃণমূল (Trinamool Congress) কর্মী

কোচবিহার জেলার সিতাই বিধানসভা এলাকার গিদালদহ ১ নম্বর অঞ্চল থেকে তৃণমূলের দুই কর্মী , মাফুজা রহমান ও সেরাজুল হক’কে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি জানান, “আমরা এমন কোনও কর্মীকে দলে রাখতে পারি না, যাঁদের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপ এবং সমাজের মধ্যে অধঃপতনের অভিযোগ উঠেছে। তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের ছ’বছরের জন্য বহিষ্কার করা হল।”

প্রসঙ্গত, সোমবার রাতে কোচবিহার শহরের বাসস্ট্যান্ড এলাকায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। ধৃতদের মধ্যে দুই তৃণমূল (Trinamool Congress) কর্মী মাফুজা ও সেরাজুল’ও ছিলেন। পুলিশের তদন্তে উঠে এসেছে তাঁদের নাম। এছাড়া তাঁদের বিরুদ্ধে মাদক পাচারের প্রমাণও মিলেছে।

জেলা সভাপতির কথায়, “যতক্ষণ না তাঁরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারেন, ততক্ষণ পর্যন্ত তাঁদের দলের সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না। ভবিষ্যতে আদালতের মাধ্যমে যদি নির্দোষ প্রমাণ হয়, তবে দলের শীর্ষ নেতৃত্ব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে।”

Trinamool Congress expels two leaders over drug trafficking charges in Cooch Behar

আরও পড়ুনঃ SIR বিতর্কে তুঙ্গে উত্তেজনা, মোদীকে ‘কোণঠাসা’ করতে আজ সাংসদদের বিশেষ বার্তা দেবেন মমতা

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) স্পষ্ট করে দিয়েছে যে অপরাধ, বিশেষ করে মাদক সংক্রান্ত অভিযোগে জড়িতদের জন্য দলে কোনও জায়গা নেই। যদিও এখনও তদন্ত চলছে, কিন্তু সামাজিক বার্তা দিতেই দল এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এতে বোঝা যাচ্ছে, তৃণমূল নিজেদের ভাবমূর্তি রক্ষায় কোনও রকম আপোস করতে রাজি নয়।