বাংলাহান্ট ডেস্ক : এবার বিনামূল্যে খাবার মিলবে মালদ্বীপ ভ্রমণ বাতিল করলে। উত্তরপ্রদেশের একটি রেস্তরাঁ এমনই অভিনব ঘোষণা করেছে। তবে রেস্তরাঁর পক্ষ থেকে দুটি শর্ত রাখা হয়েছে বিনামূল্যে খাবারের জন্য। উপযুক্ত নথি-প্রমাণ দেখাতে হবে মালদ্বীপ ভ্রমণ বাতিলের। তাছাড়াও লাক্ষাদ্বীপ ভ্রমণের টিকিট দেখালে পাওয়া যাবে বিনামূল্যে খাবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতকে নিয়ে মালদ্বীপের তিন মন্ত্রীর কুমন্তব্যের পর সমাজ মাধ্যমে ‘বয়কট মালদ্বীপ’ এখন ট্রেন্ড। সাধারণ মানুষ থেকে বলিউড সেলিব্রেটি, সবাই আহ্বান জানিয়েছেন মালদ্বীপ ভ্রমণ বাতিলের। এই আবহে ভারতের কেন্দ্রশাসিত দ্বীপ অঞ্চল লাক্ষাদ্বীপে ভিড় বাড়ছে পর্যটকদের।
আরোও পড়ুন : সোমবার থেকেই বন্ধ হবে এই জনপ্রিয় রুটের বাস! মাথায় হাত কলকাতা, শিলিগুড়ির যাত্রীদের
বিগত কয়েকদিনে বিপুল পরিমাণ লাক্ষাদ্বীপ ভ্রমণের টিকিটের চাহিদা বেড়েছে। নয়ডার একটি রেস্তরাঁ এমন অবস্থায় বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণা করল। তবে এই রেস্তরাঁর দুটি শর্তর যেকোনো একটি মানলেই পেয়ে যাবেন বিনামূল্যে খাবারের সুযোগ। রেস্তরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের বিনামূল্যে খাওয়ানো হবে রেস্তরাঁর বিখ্যাত ‘স্পেশাল ছোলে বাটুরে’।
আরোও পড়ুন : UPSC-তে তাঁর মতো ভুল কেউ না করুক! বাঙালিদের পথ দেখাবে GSI-তে সপ্তম হওয়া জঙ্গলমহলের পার্থ
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দাবি করছে, এই উদ্যোগের মাধ্যমে তারা লাক্ষাদ্বীপে পর্যটন শিল্পের প্রসারে সহায়তা করছে। জানা যাচ্ছে পর্যটক ও রেস্টুরেন্ট গ্রাহকদের মধ্যেও এই অফারে সাড়া মিলেছে। রেস্তরাঁ কর্তৃপক্ষ জানাচ্ছে এই মাসের শেষ পর্যন্ত অফারটি চালানো হবে। প্রসঙ্গত , কিছুদিন আগে লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদির এই লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। মালদ্বীপের তিন মন্ত্রী অবমাননাকর মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে। তারপর থেকেই মালদ্বীপ ও ভারতের মধ্যে সম্পর্ক তিক্ততা পেয়েছে। এই আবহে আগামী ১৫ই মার্চের মধ্যে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।