ডিভোর্স হলেও কাটা যাবে না বাবার নাম, জন্ম শংসাপত্র নিয়ে কড়া নিয়ম স্বাস্থ্য দপ্তরের

Published on:

Published on:

Swasthya Bhawan Issues Strict Guidelines for Birth and Death Certificate Corrections

বাংলা হান্ট ডেস্কঃ জন্ম কিংবা মৃত্যুর শংসাপত্রে তথ্য বদল নিয়ে বহু ক্ষেত্রেই দেখা যায় গাফিলতি, ইচ্ছেমতো বদলের চেষ্টা। কারও বানান ভুল, কারও বাবার নাম বাদ দেওয়ার ইচ্ছা, আবার কখনও জন্ম তারিখ বদলের মতো গুরুতর পদক্ষেপ! এতদিন পর্যন্ত নানা ফাঁক ফোকর গলে কিছু কিছু আবেদন মঞ্জুরও হত। কিন্তু এবার সেই প্রবণতায় কড়া রাশ টানল রাজ্যের স্বাস্থ্য দপ্তর (Swasthya Bhawan)। প্রকাশ্যে এল একগুচ্ছ নতুন নির্দেশিকা।

বদল হবে তবে নিয়ম মেনে, জানাল স্বাস্থ্য দপ্তর (Swasthya Bhawan)

স্বাস্থ্য দপ্তর (Swasthya Bhawan) থেকে প্রকাশিত নতুন নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, চাইলেই আর জন্ম বা মৃত্যুর সার্টিফিকেটে কোনও কিছু পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র ‘টাইপিং মিসটেক’ বা বানান সংক্রান্ত ছোটখাটো ভুল থাকলে তবেই সংশোধনের অনুমতি মিলবে। যেমন নামের অল্প ভুল বানান, জন্মস্থান বা জন্মতারিখের অক্ষরগত ত্রুটি।

তবে এক্ষেত্রেও পরিবর্তনের অধিকার একমাত্র রেজিস্ট্রারের হাতে থাকবে। তিনিই যাচাই করবেন সংশ্লিষ্ট নথি। প্রয়োজনে আবেদনকারীকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এমনকি স্কুলে ভর্তি সংক্রান্ত কাগজপত্রও দিতে হবে।

বাবার নাম, জন্মস্থান বা জন্মতারিখ পরিবর্তনে ‘না’

সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল, শিশুর বার্থ সার্টিফিকেটে একবার বাবার নাম উঠলে, তা আর কোনও অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। এমনকি যদি সন্তানের বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায় কিংবা মা অন্য কাউকে বিয়ে করেন, তবুও শংসাপত্রে বাবার নাম পরিবর্তন করা যাবে না।

স্বাস্থ্য দপ্তর (Swasthya Bhawan) জানিয়েছে, এই নিয়মের কারণ মূলত স্কুলে ভর্তি, সরকারি প্রকল্পে নাম নথিভুক্তি বা ভবিষ্যতের কোনও আইনি কাজে জটিলতা এড়ানো।

Swasthya Bhawan Issues Strict Guidelines for Birth and Death Certificate Corrections

আরও পড়ুনঃ মাদক পাচার চক্রে জড়িত তৃণমূলের দুই দাপুটে কর্মী, জানাজানি হতেই ৬ বছরের জন্য বহিষ্কার দল থেকে

রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী কিছু নির্দিষ্ট তথ্য যেমন জন্ম তারিখ, নামের সম্পূর্ণ বদল, বাবার নাম বা জন্মস্থান, এ সবই পরিবর্তনযোগ্য নয়। তাই এখন থেকে কোনও ব্যক্তি যদি এই ধরনের পরিবর্তনের আবেদন করেন, রেজিস্ট্রার তা খারিজ করে দিতে বাধ্য থাকবেন। নতুন এই নির্দেশিকা সাধারণ মানুষকে যেমন সচেতন করবে, তেমনই প্রশাসনিক স্বচ্ছতাও বজায় থাকবে বলে মত স্বাস্থ্য দপ্তরের (Swasthya Bhawan)।