বিশ্বে সবথেকে শক্তিশালী এই দেশের মুদ্রা! কত নম্বরে রয়েছে ভারতীয় টাকা? রইল গোটা তালিকা

বাংলা হান্ট ডেস্ক: প্রতিটি দেশের কাছেই তাদের মুদ্রা (Currency) বাণিজ্যিক ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও মুদ্রার ভূমিকা অপরিসীম। শুধু তাই নয়, দেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হিসেবে বিবেচিত করা হয় মুদ্রাকে। অর্থাৎ, কোনো দেশের মুদ্রার শক্তি সংশ্লিষ্ট দেশের অর্থনীতির ক্ষমতার বিষয়টি উপস্থাপিত করে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই রাষ্ট্রসঙ্ঘের তরফে বিশ্বের ১৮০ টি দেশের মুদ্রাকে স্বীকৃতি দেওয়া হয়েছে লেনদেনের জন্য। তবে, সব দেশের মুদ্রার মান কিন্তু এক হয় না।

এমতাবস্থায়, ফোর্বসের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বিশ্বের কোন কোন দেশের মুদ্রা কতটা শক্তিশালী সেই সংক্রান্ত পরিসংখ্যান সামনে আনা হয়েছে। এর পাশাপাশি, ওই তালিকায় শক্তির নিরিখে ভারতীয় মুদ্রা কোন স্থানে রয়েছে সেই বিষয়টিও সামনে এসেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

তবে, প্রথমে জানিয়ে রাখি যে, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে লেনদেনের জন্য যে মুদ্রা সবথেকে বেশি ব্যবহৃত হয় সেটি হল মার্কিন ডলার। তাই, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও এই মুদ্রার প্রভাব নিঃসন্দেহে অনেকটাই বেশি। যদিও বর্তমান তালিকায় মার্কিন ডলার স্থান পেয়েছে দশম স্থানে। উল্লেখ্য যে, এই সময়ের পরিপ্রেক্ষিতে ১ মার্কিন ডলার হল ভারতীয় মুদ্রার নিরিখে ৮৩.১০ টাকার সমতুল্য।

The currency of this country is the strongest in the world

কোন দেশের মুদ্রা সবথেকে শক্তিশালী: ফোর্বসের তালিকা অনুযায়ী জানা গিয়েছে, মুদ্রার শক্তির এই তালিকায় সবার শীর্ষে রয়েছে কুয়েতের মুদ্রা। ওই দেশের মুদ্রার নাম হল কুয়েতি দিনার। এমতাবস্থায়, ১ কুয়েতি দিনার হল ২৭০.২৩ টাকার সমান বা ৩.২৫ মার্কিন ডলারের সমান। পাশাপাশি, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইনি দিনার। ১ বাহরাইনি দিনার সমান হল ২২০.৪ টাকা বা ২.৬৫ মার্কিন ডলার।

আরও পড়ুন: কন্যাদান করলেন প্রধানমন্ত্রী মোদী! বিবাহের আসরে সারলেন “পিতা”-র কাজ, কার বিয়ে দিলেন তিনি?

এরপরে রয়েছে এই মুদ্রাগুলি:
* তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওমানের মুদ্রা ওমান রিয়াল। (১ ওমান রিয়াল ২১৫.৮৪ টাকা বা ২.৬০ মার্কিন ডলারের সমতুল্য)
* চতুর্থ স্থানে রয়েছে জর্ডনিয়ার দিনার। (১ জর্ডনিয়ার দিনার ১১৭.১০ টাকা বা ১.১৪১ মার্কিন ডলারের সমতুল্য)
* তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জিব্রাল্টার পাউন্ড। (এক্ষেত্রে ১ জিব্রাল্টার পাউন্ড হল ১০৫.৫২ টাকা বা ১.২৭ মার্কিন ডলারের সমতুল্য)
* এদিকে, ব্রিটিশ পাউন্ড স্থান পেয়েছে এই তালিকার ষষ্ঠ স্থানে। (১ ব্রিটিশ পাউন্ড হল ১০৫.৫৪ টাকা বা ১.২৭ মার্কিন ডলারের সমান)
* তালিকায় সপ্তম স্থানে রয়েছে কেইম্যান আইল্যান্ড ডলার। (১ কেইম্যান আইল্যান্ড ডলার সমান ৯৯.৭৬ টাকা বা ১.২০ মার্কিন ডলার।)
* এদিকে, সুইস ফ্রাঙ্ক রয়েছে তালিকার অষ্টম স্থানে। (১ সুইস ফ্রাঙ্ক সমান হল ৯৭.৫৪ টাকা বা ১.১৭ মার্কিন ডলার।
* পাশাপাশি, তালিকার নবম স্থানে রয়েছে ইউরো। (এক্ষেত্রে ১ ইউরো সমান ৯০.৮০ টাকা বা ১.০৯ মার্কিন ডলার)

আরও পড়ুন: চরম শাস্তি, চলন্ত ট্রেনে ১ কিমি ঝুলিয়ে নিয়ে যাওয়া হল মোবাইল চোরকে, ভাইরাল ভিডিও

ভারতের মুদ্রা রয়েছে এই স্থানে: এমতাবস্থায়, প্রশ্ন উঠতে পারে যে এই তালিকায় ভারতের মুদ্রা কোন স্থানে রয়েছে? সামনে এসেছে সেই উত্তরও। মূলত, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ওয়েবসাইটের বুধবারের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বিশ্বের শক্তিশালী মুদ্রার তালিকায় ভারতীয় রুপি রয়েছে ১৫ তম স্থানে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর