বাংলা হান্ট ডেস্কঃ আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের অবিবাহিত মেয়েদের বিয়ের জন্য অর্থসাহায্য দেওয়ার উদ্দেশ্যে বেশ কিছু বছর আগে রাজ্য সরকার ‘রূপশ্রী’ প্রকল্পের (Rupashree Prakalpa) সূচনা করে। কিন্তু রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি-১ পঞ্চায়েতে এই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বহু মহিলা, যাঁদের আগেই বিয়ে হয়ে গিয়েছে,তাদের বেআইনি ভাবে এই টাকা পাইয়ে দেওয়া হচ্ছে বলে উঠেছে অভিযোগ।
অভিযোগ বিবাহিত মহিলারাও পাচ্ছেন ‘রূপশ্রী’র (Rupashree Prakalpa) টাকা
রাজগঞ্জের ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ উঠেছে, এমন বহু মহিলা রূপশ্রীর (Rupashree Prakalpa) টাকা পেয়েছেন, যাঁদের বিয়ে হয়েছে ৫ থেকে ১০ বছর আগে। প্রকল্প অনুযায়ী, আবেদনকারীর আর্থিক ও পারিবারিক তথ্য খতিয়ে দেখে, ব্লক ও পঞ্চায়েত যৌথভাবে যাচাই করে টাকা মঞ্জুর করে। কিন্তু অভিযোগ, এসব ক্ষেত্রের কোনও ভেরিফিকেশন হয়নি।
সপ্তাহখানেক আগে গ্রাম পঞ্চায়েত প্রধান সুনিতা রায় চক্রবর্তী এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা খুঁজে পান। অভিযোগ, দালাল চক্র প্রতি পরিবার থেকে ৫ হাজার টাকা নিয়ে, ২৫ হাজার টাকার রূপশ্রী প্রকল্পের (Rupashree Prakalpa) টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শতাধিক মহিলা এমন প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, এই দুর্নীতিতে কিছু ব্লক অফিসের কর্মী এবং দুজন স্থানীয় মহিলা জড়িত। গ্রাম পঞ্চায়েত প্রধান দাবি করেছেন, এই পদ্ধতিতে পঞ্চায়েতের কোনও ভূমিকা ছিল না, বরং ব্লক অফিস থেকেই সরাসরি টাকা দেওয়া হয়েছে।
তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য জানান, বিডিও অফিসে গিয়ে কিছু নাম খুঁজে পাওয়া গেছে যেখানে টাকা ঢুকেছে। অন্য একজন পঞ্চায়েত আধিকারিকও দায় চাপিয়েছেন ব্লক অফিসের উপর। তৃণমূল নেতা ধীরেশ রায় বলেছেন, অভিযোগের সত্যতা থাকলে তদন্ত হওয়া উচিত। অন্যদিকে বিজেপি নেতার অভিযোগ, প্রশাসনের মদত ছাড়া এত বড় দুর্নীতি সম্ভব নয়। তবে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন দাবি করেছেন, সরকারি পোর্টালে এ ধরনের কিছু ধরা পড়েনি এবং ঘটনাটি চক্রান্তও হতে পারে।
আরও পড়ুনঃ ডিভোর্স হলেও কাটা যাবে না বাবার নাম, জন্ম শংসাপত্র নিয়ে কড়া নিয়ম স্বাস্থ্য দপ্তরের
রূপশ্রী প্রকল্পের (Rupashree Prakalpa) মতো একটি সামাজিক সহায়তা প্রকল্পে এই ধরনের দুর্নীতি শুধু প্রশাসনিক দুর্বলতা নয়, বরং প্রকৃত প্রাপকরা যাতে সুবিধা না পান, তা নিশ্চিত করার একটা চক্রান্ত বলেও অনেকে মনে করছেন। এখন দেখার, সরকার কতটা কার্যকরভাবে তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনে এবং দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়।