বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষের মাটিতে অন্যতম বড় সন্ত্রাসবাদী হামলা হয় জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে (Pahalgam Attack)। আচমকা জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন। সম্প্রতি ‘অপারেশন মহাদেব’ এর দৌলতে চলতি মাসেই খতম করা হয় সেই তিন জঙ্গিকে। তাদের মধ্যেই একজন জঙ্গি, হাবিব তাহিরের শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল পাক অধিকৃত কাশ্মীরে। সেখানেই সশস্ত্র দলবল নিয়ে হাজির হয় স্থানীয় লশকর কমান্ডার। কিন্তু শেষমেষ স্থানীয়রা রুখে দাঁড়াতে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয় তাঁরা।
পহেলগাঁও সন্ত্রাসে (Pahalgam Attack) জড়িত জঙ্গির শেষকৃত্য
পুলিশ সূত্রে খবর, গত ৩০ শে জুলাই পাক অধিকৃত কাশ্মীরের কুইয়া গ্রামে নিহত জঙ্গির (Pahalgam Attack) শেষকৃত্যের আয়োজন হয়েছিল। হঠাৎ করেই সেখানে হাজির হয় স্থানীয় লশকর-এ-তৈবা কমান্ডার। জানা যাচ্ছে, গ্রামমবাসীদের সঙ্গে কমান্ডার রিজওয়ান হানিফের বচসা শুরু হয়ে যায়।
লশকর কমান্ডারকে উচিত জবাব: গ্রামছাড়া যেমন জানা যাচ্ছে, দু পক্ষের মধ্যে বচসা থেকে উয্তেজনা ছড়ায় এলাকায়। নিহত জঙ্গির পরিবারের তরফে তাঁকে বাধা দিতে গেলে পালটা বন্দুক দেখিয়ে শাসানোর অভিযোগ ওঠে। তাতেই ক্ষেপে যায় গ্রামবাসীরা (Pahalgam Attack)। সকলকে মারমুখী দেখে শেষে তড়িঘড়ি এলাকা ছেড়ে পায় লশকর কমান্ডার ও তাঁর দলবল।
আরও পড়ুন : সরকারি টাকায় রমরমিয়ে চলছে দুর্নীতি, ফুলবাড়িতে ‘রূপশ্রী’ প্রকল্প নিয়ে তোলপাড়
পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ: প্রসঙ্গত, ২২ শে এপ্রিল পহেলগাঁও হামলার (Pahalgam Attack) নেপথ্যে হাত রয়েছে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এর, তা আগেই জানা গিয়েছিল। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল ওই জঙ্গি সংগঠন। এমনকি ওই ঘটনায় পাক যোগের প্রমাণও এসেছিল ভারতীয় (India) গোয়েন্দাদের হাতে। যদিও সে কথা অস্বীকার করে পাকিস্তান।
আরও পড়ুন : ‘আপনি কি ভারতীয়?’, ভারত ও চিন নিয়ে মন্তব্য করে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে রাহুল
মহাদেব’ খুঁজে হত্যা করে পহেলগাঁও সন্ত্রাসে জড়িয়ে থাকা জঙ্গিদের। এবার পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গির শেষকৃত্য সরাসরি প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনায় পাক যোগসূত্র নিয়ে।