বাংলা হান্ট ডেস্কঃ এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) করা আবেদন ফেরত পাঠাল সর্বোচ্চ আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পাঁচ দফা অভিযোগ এনে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছিলেন অভিষেক। তবে নেতার সেই আবেদনটি শুনানির তালিকাতেই আসবে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ক্ষেত্রে কোনও যুক্তি সঙ্গত কারণ নেই।
গত ১০ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ খাড়া করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু বিচারপতি গঙ্গোপাধ্যায়ই নন, পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি সরানোর বিষয়েও সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন অভিষেক।
প্রসঙ্গত, কিছুদিন আগে সংবাদমাধ্যমের সামনে অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন বিচারপতি। বলেছিলেন , “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে?” অভিষেককে একটা হলফনামা দিয়ে সম্পত্তির পরিমাণ সোশাল মিডিয়ায় পোস্ট করার কথাও বলেন বিচারপতি।
প্রকাশ্যে বিচারপতির এহেন মন্তব্যের জোর সমালোচনা করে তৃণমূল। শুরু হয় বিতর্কও। এই আবহে বিচারাধীন কোনও মামলা বা বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। যাতে বিচারপতিকে নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রয়োজনীয় নির্দেশ দেন বা পদক্ষেপ করেন সেই আর্জি জানিয়েছিলেন অভিষেক।
অভিষেকের অভিযোগ ছিল, রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে বিচারাধীন বিষয় নিয়ে যেভাবে বিচারপতি সাক্ষাৎকার দিচ্ছেন তা বিচারব্যবস্থার নীতি-আদর্শের বিরুদ্ধাচরণ। আদালতের ভিতরে বা বাইরে বাদী-বিবাদী পক্ষকে নিয়ে বিচারপতির করা একাধিক মন্তব্য যাতে কোনও ভাবেই তদন্তকে প্রভাবিত না করে, সেই বিষয়েও পদক্ষেপ নেওয়ার আর্জি জানান অভিষেক।
আরও পড়ুন: মামলার শুনানির আগে ব্যাগ গোছালেন মহুয়া! অবশেষে বাংলো ছাড়লেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ
এছাড়া কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলি (বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বিচারাধীন) তৃতীয় বেঞ্চ গঠন করে সেখানে স্থানান্তর করা হোক, এই আর্জি জানান অভিষেক। তবে এদিন অভিষেকের আবেদন খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্ট জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছিলেন, এই মুহূর্তে সেই আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই।