করতে হবে পৃথক কামতাপুর রাজ্য! পথ অবরোধ জলপাইগুড়িতে, আটকে বন্দে ভারত-সহ বহু ট্রেন

বাংলাহান্ট ডেস্ক : পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে জলপাইগুড়িতে অবরোধ। অবরোধের জেরে বন্দে ভারত সহ একাধিক ট্রেন আটকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বেতগাড়ার কাছে।  ‘অল কামতাপুর স্টুডেন্টস্‌ ইউনিয়ন (আকসু)’-এর কর্মী-সমর্থকেরা শুক্রবার সকাল সাতটা থেকে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ‘রেল রোকো’ অভিযানে নামেন।

প্রতিবাদীরা বেতগাড়া এবং আলতাগ্রাম স্টেশনের মাঝে রেল লাইনের উপরে বসেই বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে বিঘ্নিত হয়েছে আপ-ডাউন ট্রেনের চলাচল। নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস-সহ অনেকগুলি ট্রেন এই অবরোধের ফলে আটকে রয়েছে বেতগাড়া স্টেশনে। এরফলে সমস্যায় পড়েছেন বহুযাত্রী।

আরোও পড়ুন : বৃষ্টি ভুলে যান! এই দিন থেকে দক্ষিণবঙ্গে অন্য টুইস্ট, শীত নিয়েও তোলপাড় করা খবর দিল আবহাওয়া দপ্তর

আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রীয় সরকারের হেফাজতে গত এক বছর ধরে রয়েছেন কামতাপুর আন্দোলনের নেতা জীবন সিংহ। কেন্দ্রের পক্ষ থেকে শান্তি আলোচনার জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানা নেই তাদের। দীর্ঘদিন ধরে বিলম্বিত হচ্ছে শান্তি আলোচনা। তার বাস্তব প্রতিফলন কিছুই দেখা যাচ্ছে না।

আরোও পড়ুন : ঢুকছেই না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! বিপাকে পড়েছেন রাজ্যবাসী, নতুনদের জন্য প্রকাশ্যে এল বড় আপডেট

তাই এই রেল রোকো অভিযানে তারা সামিল হয়েছেন আলাদা কামতাপুর রাজ্য এবং জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি আলোচনার দাবিতে।আকসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক বর্মণ জানিয়েছেন, ‘‘বিগত পনেরো বছরে কেন্দ্রের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি।”

1705639791 train

পাশাপাশি তিনি আরোও বলেন, “কেন্দ্রীয় মন্ত্রীদের আনাগোনা থাকলেও কোনও কাজ হয়নি। এমনকি, জীবন সিংহের শান্তিচুক্তির কোনও সুরাহা পর্যন্ত এখনও হয়নি। এখানে কোনও শিল্প নেই। এখানকার ছেলেমেয়েরা ভিন্‌ রাজ্য বা দেশে চলে যাচ্ছে। সে ক্ষেত্রে আমরা আলাদা রাজ্যের দাবি করছি। আলাদা রাজ্য হলে আলাদা সরকার হবে। কাজ হবে৷’’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর