ভর্তির আগে ডাকা যাবে না কলেজে, স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে জারি হল একাধিক নির্দেশিকা

Published on:

Published on:

WB PG Admission 2025 in Bengal Universities starts from August 8

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (পোস্ট গ্র্যাজুয়েট) স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে ৮ আগস্ট থেকে (WB PG Admission 2025)। আবেদন জানাতে পারবেন ২০ আগস্ট পর্যন্ত। উচ্চ শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, ক্লাস শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।

গত বছর ভর্তি প্রক্রিয়া (WB PG Admission 2025) এবং সেশন শুরুতে নানা সমস্যা হয়েছিল, বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমেস্টারের পরীক্ষায় দেরির কারণে অনেক ছাত্রছাত্রী সমস্যায় পড়েছিলেন। কিছু বিশ্ববিদ্যালয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কাউন্সেলিং চলেছে, তাতেও আসন পূর্ণ হয়নি। এ বার সেই সমস্যা এড়াতেই নেওয়া হচ্ছে একগুচ্ছ নতুন পদক্ষেপ।

কী কী নিয়ম মানতে হবে? | WB PG Admission 2025 Rules

রাজ্যের উচ্চ শিক্ষা দফতর সমস্ত বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে, যাতে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও সমস্যাহীন হয়। নিয়মগুলি হল:

1. পুরোটাই মেধার ভিত্তিতে ভর্তি:
কোনও বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আবেদন গ্রহণ করার পর শুধুমাত্র মেধার ভিত্তিতেই ছাত্রছাত্রীদের ভর্তি নিতে পারবে। কাউকে সাক্ষাৎকার বা কাউন্সেলিংয়ের জন্য ক্যাম্পাসে ডেকে পাঠানো যাবে না।

2. ফিজ় নেওয়া যাবে না আবেদন বা তথ্য জানাতে:
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত নথিপত্র, আবেদনপত্র বা কোর্স সংক্রান্ত তথ্য অনলাইনে জমা দেওয়ার সময় কোনও অতিরিক্ত টাকা দাবি করা যাবে না।

3. যোগাযোগ করতে হবে ই-মেল বা ফোনে:
যাঁরা মেধা তালিকায় স্থান পেয়েছেন, তাঁদের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের তরফে ফোন বা ই-মেল মারফত জানাতে হবে। সরাসরি অফিসে গিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন নেই।

4. ফি জমা ও নথি যাচাই, সবই হবে অনলাইনে:
আবেদন ফি কিংবা কোর্স ফি, সব ধরনের অর্থ অনলাইনের মাধ্যমেই জমা দিতে হবে। ফি জমা দেওয়ার জন্য কোনও ভাবেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজির হওয়ার প্রয়োজন নেই।

5. অনলাইন নথি যাচাই করেই ভর্তি নিশ্চিত করতে হবে:
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অনলাইনেই যাচাই করতে হবে। সশরীরে ক্যাম্পাসে এসে কিছু জমা দেওয়ার দরকার নেই।

তবে এই নিয়মগুলি বিএড, এমএড, বিপিএড এবং এমপিএড কোর্সের জন্য প্রযোজ্য নয়। ওই কোর্সগুলোর জন্য আলাদা নির্দেশিকা প্রকাশ করবে উচ্চ শিক্ষা দফতর।

WB PG Admission 2025 in Bengal Universities starts from August 8

আরও পড়ুনঃ এক মিনিট আগেই গড়বেতা পেরোয় রাজধানী এক্সপ্রেস, তারপরেই বিস্ফোরণ! কেঁপে উঠল জঙ্গলমহল

এ বছরের ভর্তি প্রক্রিয়া (WB PG Admission 2025) আরও স্বচ্ছ ও সময়মতো সম্পন্ন করার জন্য রাজ্য সরকার কড়া নির্দেশ জারি করেছে। ছাত্রছাত্রীদের যেন বারবার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে না হয়, সে দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সব কিছুই হবে অনলাইনে, মেধা তালিকার ভিত্তিতে। তাই যারা স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে চান, তারা ৮ থেকে ২০ আগস্টের মধ্যে নির্ধারিত পোর্টালে গিয়ে আবেদন করুন এবং নিয়মগুলি ভালোভাবে জেনে নিন।