‘বাংলার জন্য যে কোনও লড়াই করতে হলে করব’, মমতার সুর প্রসেনজিতের কণ্ঠে! রাজনীতিতে নামার ইঙ্গিত?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : অবৈধ বাংলাদেশি এবং বাংলা ভাষা, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই নিয়েই তরজা অব্যাহত বিজেপি এবং তৃণমূলের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা বাঁচানোর জন্য সরব হচ্ছেন প্রতি নিয়ত। এবার তাঁর সুরে সুর মিলিয়েই সোচ্চার হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। জানিয়ে দিলেন, বলা ভাষা বাঁচানোর জন্য যে কোনও রকম লড়াই করতে প্রস্তুত তিনি।

প্রসেনজিতের (Prosenjit Chatterjee) কথায় মমতার সুর

একুশে জুলাই হোক বা যেকোনো রাজনৈতিক সভাতেই বাংলা ভাষা বাঁচানোর জন্য সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এমনকি ভাষা আন্দোলনের ডাকও দেন তিনি। এদিকে সম্প্রতি একই রকম সুর শোনা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) কথায়। বাংলা ভাষার জন্য সুর চড়ালেন তিনি

Is prosenjit chatterjee entering politics

কী বললেন অভিনেতা: সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। সেখানে তিনি বলেন, ‘ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বার্তা দিয়েছেন। আমি বলতে পারি বাংলা ভাষা, ছিল, আছে আর থাকবে। তার জন্য যেকোনো লড়াই করতে হলে আমরা করব’।

আরও পড়ুন : CBI তদন্ত নিয়ে একক বেঞ্চের রায়ে হস্তক্ষেপ নয়! হাইকোর্টের নির্দেশে বিপদ বাড়ল শেখ শাহজাহানের

বাংলা ভাষা বাঁচানোর ডাক: ইদানিং দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে হেনস্থার অভিযোগ আসছে। বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। এ নিয়ে বারেবারে তীব্র ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : ভারতের বিরুদ্ধে করা “ষড়যন্ত্রে” নিজেই ফাঁসলেন ট্রাম্প! মিলল চাঞ্চল্যকর রিপোর্ট, নয়া সঙ্কট আমেরিকায়

এদিকে প্রসেনজিতের কথায় একটি জল্পনা তীব্র হয়ে উঠেছে। এবার কি রাজনীতির ময়দানে আসছেন প্রসেনজিৎ? উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি যে বেশ ঘনিষ্ঠ তা অনেকেই জানেন। তবে এবার কি তৃণমূলে যোগ দিয়ে সরাসরি রাজনীতির আঙিনায় নামতে চলেছেন ‘ইন্ডাস্ট্রি’। শুরু হয়েছে কানাঘুষো।