বাংলা হান্ট ডেস্ক,: “কেনিংটন ওভাল”-এ খেলা ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের (Test Series) রোমাঞ্চকর ম্যাচে ভারত ৬ রানে জয়লাভ করেছে। এই টেস্ট জিতে, টিম ইন্ডিয়া ২-২ সমতায় সিরিজ শেষ করেছে। এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ভারতীয় দল প্রথম ইনিংসে মাত্র ২২৪ রান করতে পারে। করুণ নায়ার এই ইনিংসে ৫৭ রান করলেও দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যেতে পারেননি। এদিকে, ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন এই ইনিংসে সর্বোচ্চ ৫ টি উইকেট নেন। পাশাপাশি, জশ টঙ্গু নেন ৩ টি উইকেট। জবাবে, ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৭ রান করে এবং ২৩ রানের লিড পায়। ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রাউলি সর্বোচ্চ ৬৪ রান করেন। এছাড়াও, হ্যারি ব্রুক দলের খাতায় ৫৩ রানের অবদান রাখেন।
টেস্ট সিরিজ (Test Series) হল ড্র:
ওভাল টেস্ট জিতে ভারত ইতিহাস সৃষ্টি করেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ওভাল টেস্ট ম্যাচ (Test Series) জিতে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। বিদেশ সফরে ৫ টেস্ট ম্যাচের সিরিজের প্রথমবারের মতো পঞ্চম টেস্ট ম্যাচ জিতে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে ভারতীয় দল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের টেস্ট ক্রিকেটের ৯৩ বছরের ইতিহাসে এই প্রথম এমন কৃতিত্ব অর্জিত হল। জানিয়ে রাখি যে পঞ্চম টেস্ট ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৩৭৪ রানের “টার্গেট” দিয়েছিল।
#WATCH | London, UK: India beat England by six runs; level the series 2-2 | Indian Captain Shubman Gill says, “… Test cricket should be as it is. In my opinion, it is the most rewarding and satisfying format. You work the hardest to be able to get a win and the best thing… pic.twitter.com/YBxmeLrJWI
— ANI (@ANI) August 4, 2025
ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ ৪ টি করে উইকেট নেন। এদিকে, আর আকাশ দীপ একটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে, ভারত ৭০ রানের ব্যবধানে ২ টি উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে, যশস্বী জয়সওয়াল আকাশ দীপের সঙ্গে তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়ে দলকে সামলানোর চেষ্টা করেন। জয়সওয়াল ১৪ টি চার এবং ২ টি ছক্কার সাহায্যে ১১৮ রান করেন। অপরদিকে, আকাশ দীপ ৬৬ রানের ইনিংস খেলেন। এছাড়াও রবীন্দ্র জাদেজা (৫৩) এবং ওয়াশিংটন সুন্দর (৫৩) হাফ-সেঞ্চুরি করেন। ভারতের দ্বিতীয় ইনিংসে জশ টঙ্গু ৫ টি উইকেট নেন। এছাড়াও, গাস অ্যাটকিনসন ৩ টি এবং জেমি ওভারটন ২ টি উইকেট নেন।
ইংল্যান্ডের জয়ের জন্য ৩৭৪ রানের “টার্গেট” ছিল। জ্যাক ক্রাউলি (১৪) এবং বেন ডাকেট (৫৪) প্রথম উইকেটে ৫০ রানের জুটি গড়েন। অধিনায়ক অলি পোপ (২৭) যখন আউট হন, তখন ৩ উইকেট হারিয়ে দল ১০৬ রান করে। সেখান থেকে জো রুট হ্যারি ব্রুকের সঙ্গে ১৯৫ রান যোগ করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। রুট ১০৫ রান করেন এবং ব্রুক করেন ১১১ রান। ম্যাচের শেষ দিনে, ইংল্যান্ডের জয়ের জন্য ৩৫ রান প্রয়োজন ছিল। কিন্তু ৩৪৭ রানে জেমি স্মিথকে আউট করার পর, ভারত ম্যাচে ফিরে আসে এবং ইংল্যান্ডকে ৩৬৭ রানে অলআউট করে।
আরও পড়ুন: Fixed Deposit-এ সর্বোচ্চ রিটার্ন পাওয়ার সুবর্ণ সুযোগ! এই ৬ টি ব্যাঙ্কে মিলছে দুর্দান্ত সুদ
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই টেস্ট সিরিজের (Test Series) প্রথম ম্যাচটি ইংল্যান্ড ৫ উইকেটে জিতেছিল। এরপর টিম ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচটি ৩৩৬ রানে জিতে সিরিজে সমতা আনে। তৃতীয় ম্যাচটি ২২ রানের ব্যবধানে জিতে ইংল্যান্ড সিরিজে এগিয়ে ছিল। এরপর চতুর্থ ম্যাচটি ড্র হয় এবং পঞ্চম ম্যাচে ফের জিতে যায় ভারত।