বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Gautam Adani-Mamata Banerjee) সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। এমতাবস্থায়, এই বৈঠকের প্রসঙ্গ সামনে আসার পরেই রাজ্যের শিল্পক্ষেত্রে আদানি গ্রুপের বিনিয়োগের বিষয়ে জল্পনা শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক গৌতম আদানির (Gautam Adani-Mamata Banerjee):
জানিয়ে রাখি যে, সোমবার বিকেল ৫ টা ২০ নাগাদ পুত্র করণকে নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গৌতম আদানি (Gautam Adani-Mamata Banerjee)। প্রায় ১ ঘন্টা ধরে চলে এই বৈঠক। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যে পরিকাঠামো থেকে শুরু করে বিদ্যুৎ ও বন্দর উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্প নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে।
এর পাশাপাশি, সূত্রটি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট এক্ষেত্রে একাধিক প্রকল্পে আদানি গ্রুপ কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগেও আদানি গোষ্ঠী দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছিল।
আরও পড়ুন: ওভালে অবিশ্বাস্য জয় টিম ইন্ডিয়ার! ভারতের ৯৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৈরি হল নয়া রেকর্ড
শুধু তাই নয়, তাজপুর বন্দরের প্রকল্পেও বিনিয়োগের ক্ষেত্রে সায় দিয়েছিল আদানি গোষ্ঠী। যদিও, এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আদানি গোষ্ঠীর রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা আরও জোরদার হল বলেই মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি টাটা গোষ্ঠীর শীর্ষ আধিকারিক এন চন্দ্রশেখরনের সঙ্গেও বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরেও বড় বিনিয়োগের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই আবহেই এবার ফের আদানির (Gautam Adani-Mamata Banerjee) সঙ্গে বৈঠক সম্পন্ন করলেন মুখ্যমন্ত্রী।