বাংলাহান্ট ডেস্ক : মাসের শুরুতেই বড়সড় চমক দিল কেন্দ্রীয় সরকার। দেশের আমজনতার জন্য এল স্বস্তির খবর। ৩৫ টি অত্যাবশ্যকীয় ওষুধের (Medicines) দাম কমাল কেন্দ্র। কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে হৃদরোগ, ডায়াবিটিসের মতো একাধিক রোগের জন্য জীবনদায়ী ওষুধের (Medicines) দাম কমানো হয়েছে। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওষুধের নতুন দাম ধার্য করেছে বলে জানা গিয়েছে।
একগুচ্ছ প্রাণদায়ী ওষুধের (Medicines) দাম কমিয়ে দিল কেন্দ্র
সূত্রের খবর, প্যারাসিটামল, অ্যাসিক্লোফেনাক, অ্যামোক্সিসিলিন, ট্রিপসিন কাইমোট্রিপসিন, অ্যাটোরভ্যাস্টাটিনের মতো কম্বিনেশন ওষুধগুলির (Medicines) পাশাপাশি দাম কমছে সিটাগ্লিপটিন, মেটফর্মিনের মতো অ্যান্টি ডায়াবেটিক ওষুধগুলির। যেমনটা জানা যাচ্ছে, ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির কম্বিনেশন ওষুধগুলির দাম ১৫ টাকা ১ পয়সা থেকে কমে দাঁড়াচ্ছে ১৩ টাকা।
কোন কোন ওষুধের দাম কমেছে: হৃদরোগের ক্ষেত্রে অ্যাট্রোভ্যাস্টাটিন ৪০ এমজি, ক্লপিডোগ্রেল ৭৫ এমজির কম্বিনেশন ওষুধের (Medicines) দাম কমানো হচ্ছে। শিশুদের জন্য ব্যবহৃত সেফিক্সিম, প্যারাসিটামলের কম্বিনেশন ওষুধ ওরাল সাসপেনশনের দাম কমানো হয়েছে। একাধিক জীবনদায়ী ওষুধের দাম কম করার কথা বলা হয়েছে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন : দীর্ঘ ১৫ বছর পেরিয়ে জুটিতে ছোটপর্দায় ফিরছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে?
কী বলা হয়েছে কেন্দ্রের তরফে: ওষুধের এই নতুন নির্ধারিত দামের তালিকা প্রত্যেক বিক্রেতাকে দোকানের বাইরে টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সুবিধা হবে ক্রেতাদের। পাশাপাশি নতুন নির্ধারিত দামের বদলে যদি পুরনো দামে ক্রেতাদের ওষুধ (Medicines) কিনতে বাধ্য করা হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
আরও পড়ুন : বাদুড়ঝোলা ভিড়ে লাফিয়ে বাড়ছে দুর্ঘটনা, মেট্রোর মতোই এবার লোকাল ট্রেনেও বন্ধ হবে দরজা
প্রসঙ্গত, চলতি বছরেই মোট ৭৪৮ টি জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এর জেরে কার্যত মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। পাশাপাশি বিরোধীরাও কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছিল। এবার ৩৫ টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়ে দিল কেন্দ্র।