বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ নয় বছর ধরে আজকের দিনটার অপেক্ষায় ছিলেন দেব-শুভশ্রী (Dev-Subhashree) অনুরাগীরা। টলিউডের একসময়কার সবথেকে ‘হ্যাপেনিং’ জুটি প্রায় এক যুগ পর আবারও একসঙ্গে ধরা দিলেন মঞ্চে, হাতে হাত ধরে। মাঝের এই নয় বছরে দুজনের জীবনই বদলে গিয়েছে। দুই দিকে ঘুরে গিয়েছে দুজনের পথ। এতদিন কোনও কথাই হয়নি নাকি দুজনের মধ্যে। অথচ মঞ্চে তার কোনও প্রভাবই পড়ল না। কয়েক মুহূর্তের জন্য যেন দুজনই পৌঁছে গেলেন নয় বছর আগের ফেলে আসা সময়। সাক্ষী রইল নজরুল মঞ্চের দর্শকেরা।
একসঙ্গে এক মঞ্চে ধরা দিলেন দেব-শুভশ্রী (Dev-Subhashree)
মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী (Dev-Subhashree) অভিনীত ‘ধূমকেতু’। বহুদিনের অপেক্ষার পর অবশেষে চলতি মাসেই মুক্তি পেতে চলেছে ছবিটি। তার আগে সোমবার নজরুল মঞ্চে হয়ে গেল ট্রেলার লঞ্চ। দেব শুভশ্রী (Dev-Subhashree) দুজনকেই এদিন দেখা গেল কালো রঙমিলান্তি পোশাকে। ‘গানে গানে’র সুরের সঙ্গে একসঙ্গে মঞ্চে প্রবেশ করেন দুজনেই। গানের তালে তালে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন তাঁরা দুজনেই।
দুজনে বললেন হিট ডায়লগ: অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে তুলে সেই বহুপরিচিত এবং বহুচর্চিত সংলাপ বলে ওঠেন শুভশ্রী, ‘আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে?’ দেব বলেন, ‘কেন?’ উত্তরে শুভশ্রী (Dev-Subhashree) বলে ওঠেন, ‘এমনি’! এদিকে সঞ্চালক বলে ওঠেন, ‘আচ্ছা, এমনিটা তাহলে এখান থেকে এসেছে’। খুনসুটি করে দেব উত্তর দেন, ‘এমনিটা এমনি এমনি আসেনি’।
আরও পড়ুন : বড় স্বস্তি মধ্যবিত্তের, ডায়াবিটিস-হৃদরোগের সঙ্গে শিশুদের জন্য প্রাণদায়ী ৩৫ টি ওষুধের দাম কমাল কেন্দ্র
নজরুল মঞ্চে ছিল ঠাসা ভিড়: এদিন ভক্তদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, তাঁদের এফর্টে তাঁদের জুটি বাঁচেনি। ভক্তদের জন্য বেঁচে রয়েছে তাঁদের জুটি। এদিকে দেব বলেন, ‘যতই বড় হও না কেন, ধূমকেতু তোমাকে ছাড়বে না’। ধূমকেতু মুক্তির ঘোষণার পর থেকেই জল্পনা ছিল, অবশেষে কি একসঙ্গে দেখা যাবে দেব শুভশ্রীকে (Dev-Subhashree)? প্রথম থেকে আলাদা আলাদা ভাবে প্রচার করলেও শেষমেষ এক মঞ্চে ধরা দিলেন দুজনে। আবেগে ভাসলেন অনুরাগীরা।
আরও পড়ুন : রক্তবীজের মতো বাড়ছে জঙ্গি, সিঁদুরের আঘাতে ধ্বংস ৯ ঘাঁটি থেকেই ৯০ দিনে ১৫ টি তালিম শিবির গড়ল পাকিস্তান
প্রসঙ্গত, ধূমকেতু দেব শুভশ্রীর শেষ অভিনীত ছবি। আর কি কখনও একসঙ্গে পর্দায় ধরা দেবেন তাঁরা? উত্তর অজানা। তবে আপাতত ধূমকেতু মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। আগামী ১৪ ই অগাস্ট মুক্তি পেতে চলেছে ধূমকেতু।