বাংলা হান্ট ডেস্কঃ আর্থিক বঞ্চনার অভিযোগে বিতর্কে নাম জড়াল বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর। তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা করেছিলেন মিঠুনেরই প্রাক্তন ব্যক্তিগত সচিব ও সেই সচিবের স্ত্রী। আর্থিক প্রতারণা এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া সেই FIR খারিজের আর্জি নিয়ে এবার হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন অভিনেতা। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।
আর্থিক বঞ্চনার অভিযোগে মিঠুনের বিরুদ্ধে মামলা দায়ের, চলতি সপ্তাহে শুনানি হাইকোর্টে (Calcutta High Court)
সম্প্রতি চিৎপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী ও তাঁর স্ত্রী। তাঁদের দাবি, মিঠুন ও তাঁর এক ঘনিষ্ঠ আইনজীবী বন্ধু বিমান সরকার তাঁদের কাছ থেকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের কাজ করান। প্রথম দফায় কিছু টাকা দেওয়া হলেও, পরবর্তীতে অতিরিক্ত কিছু কাজ করতে বলা হয়। তবে সেই কাজের টাকা তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ।
সুমনের দাবি, তিনি স্ত্রীর গয়না বন্ধক রেখে সেই কাজের জন্য টাকা জোগাড় করেন এবং কাজ শেষও করেন। কিন্তু কাজের সেই অংশের কোনও লিখিত নথি তাঁদের হাতে ছিল না। সবমিলিয়ে প্রায় ৩৫ লাখ টাকা তাঁরা দাবি করেন, যা তাঁদের দেওয়া হয়নি।
সুমনের স্ত্রীও এই নিয়ে যোগাযোগ করলে, তাঁদের অপমানজনক আচরণের সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। এরপরেই তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন এবং জন্য যায় ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দেন সুমনের স্ত্রী।
আরও পড়ুনঃ জোর করে লালকেল্লা চত্বরে প্রবেশের চেষ্টা, দিল্লি পুলিশের জালে ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী
অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে মামলা হাই কোর্টে (Calcutta High Court) উঠেছে। অভিনেতার পক্ষ থেকে এই অভিযোগ ভিত্তিহীন বলে মামলা খারিজের আর্জি জানানো হলেও, আদালত আদৌ কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার। অনেকেরই মতে, এটি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, একজন জনপ্রিয় ব্যক্তিত্বের ভাবমূর্তিও এর সঙ্গে জড়িয়ে, তাই বিষয়টি এখন আইন ও সমাজ উভয় মহলেই আলোচনার কেন্দ্রে এসেছে।