বাংলা হান্ট ডেস্ক : সানিয়া মির্জার (Sania Mirza) সাথে বিচ্ছেদের গুজবের মাঝেই তৃতীয়বার বিবাহবন্ধনে বাঁধা পড়লেন পাকিস্তানের ক্রিকেট (Pakistani Cricketer) তারকা শোয়েব মালিক (Shoaib Malik)। বিয়ের খবর নিজেই জানালেন তিনি। যেখানে সানিয়া এখন ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। সেখানে শোয়েব বিয়ে করে ফেললেন পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করে ফেললেন।
সানিয়া এবং শোয়েবের বিয়ে হয়েছিল ২০১০ সালে। সেই সময় পাকিস্তানের হয়ে একটি ক্রিকেট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছিলেন শোয়েব। ওদিকে সানিয়া গেছিলেন ব্রিসবেন ইন্টারন্যাশানাল খেলতে। দুজনের আলাপ হয় অস্ট্রেলিয়ার মাটিতেই। সেখান থেকে বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব পৌঁছে যায় প্রেমের সম্পর্কে। বিয়ে করেন এবং সংসার পূর্ণ করতে এক সন্তানেরও জন্ম দেন সানিয়া।
যদিও এই সম্পর্ক আর টেকেনি। শুরু হয় জটিলতা। তারপর থেকেই আলাদা থাকছিলেন দুই তারকা। গত বুধবার সানিয়া তার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট-ও করেন যেখানে বিচ্ছেদের ইঙ্গিত ছিল বেশ স্পষ্ট। তিনি লেখেন, ‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভাল নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনও সহজ নয়। এটা সব সময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন।’
View this post on Instagram
সানিয়ার এই পোস্ট চোখে পড়তে না পড়তেই সামনে এল শোয়েবের দ্বিতীয় বিয়ের খবর। সানিয়া-শোয়েবের সম্পর্কের টানাপোড়েনের খবর কানে এলেও তারা যে অফিশিয়ালি আলাদা হয়ে গেছেন এমন কোনও তথ্য এতদিন কানে আসেনি। তবে কিছুদিন আগে সানিয়া সমাজমাধ্যম থেকে শোয়েবের সব ছবি মুছে দিয়েছিলেন। শোয়েব-ও তার ইনস্টাগ্রাম থেকে সানিয়ার অস্তিত্ব মুছে ফেলেছেন। তবে ছেলে ইজহানের সঙ্গে তার অনেক ছবি আছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার