Z ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা! মুখ্যসচিব-ডিজিপি-CP-র কাছে কৈফিয়ত চেয়ে চিঠি শুভেন্দুর

Published on:

Published on:

Attack on Z-category leader Suvendu Adhikari sparks law and order concerns

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিরোধী দলনেতা এবং জেড (Z) ক্যাটাগরির নিরাপত্তাপ্রাপ্ত নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে হামলার ঘটনায় নতুন করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। কোচবিহারে চলা বিজেপির কর্মসূচির সময় এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্যের ডিজিপিকে চিঠি দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। বিজেপির তরফে দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবেই নিরাপত্তা শিথিল রেখেছিল।

ঠিক কী ঘটেছিল কোচবিহারে?

মঙ্গলবার কোচবিহারে বিজেপির কর্মসূচি ছিল বিরোধী দলনেতার। তার আগের দিন অর্থাৎ সোমবারই শুভেন্দুর আইনজীবী অনীশ মুখোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজিপি ও মুখ্যসচিবকে চিঠি দিয়ে আদালতের নির্দেশ কার্যকর করার কথা স্মরণ করিয়ে দেন। শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করেছেন, তিনি প্রতিটি কর্মসূচি আদালতের নির্দেশ মেনে করছেন, অথচ নিরাপত্তা ঠিক মতো কার্যকর হচ্ছে না।

সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নিউ কোচবিহার স্টেশন চত্বরে তৃণমূল কর্মীরা কালো পতাকা নিয়ে জমায়েত করেন। অভিযোগ, খাগড়াবাড়ির রাস্তা দিয়ে শহরে ঢোকার সময় শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয় লক্ষ্য করে প্রথমে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়, এরপর ইট-পাথর ছোঁড়া হয়। সংবাদমাধ্যমের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। বিজেপির অভিযোগ, পুলিশের সামনেই একাধিক গাড়িতে লাঠি ও বাঁশ দিয়ে ভাঙচুর চালানো হয়।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, “আমার গাড়ির সামনের কাঁচ ভাঙতে পারেনি ঠিকই, কিন্তু পিছনের কাঁচ পাথর মেরে ভেঙে দিয়েছে। এটা সাধারণ গাড়ি নয়, জেড (Z) ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা হল! বুলেটপ্রুফ গাড়ি না থাকলে কী হতো, ভেবেই শিউরে উঠছি।”

শুভেন্দুর (Suvendu Adhikari) আরও প্রশ্ন, আদালতের নির্দেশ থাকার পরেও কেন তাঁর চারপাশে নিরাপত্তা বলয় তৈরি হল না? কনভয় চলার সময় কীভাবে তৃণমূল কর্মীরা রাস্তায় জমায়েত করতে পারল, তার ব্যাখ্যা দিতে হবে রাজ্য প্রশাসনকে।

Attack on Z-category leader Shuvendu Adhikari sparks law and order concerns

আরও পড়ুনঃ পূর্বপরিকল্পিত? কোচবিহারে শুভেন্দুর কনভয়ে ভয়ানক হামলা তৃণমূল বাহিনীর! ‘, দুষ্কৃতীদের’ তাণ্ডব দাঁড়িয়ে দেখল পুলিশ

এই ঘটনার পর বিজেপি তীব্র ভাষায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এও দাবি করেছে, নিরাপত্তা ইচ্ছাকৃতভাবে হালকা রাখা হয়েছিল। মুখ্যসচিব, ডিজিপি এবং স্বরাষ্ট্রসচিবের কাছে শুভেন্দুর (Suvendu Adhikari) পাঠানো চিঠিতে সেই আক্রমণের ছাপ স্পষ্ট। এখন দেখার, এই ঘটনার তদন্ত কীভাবে এগোয় এবং রাজ্য সরকার কী অবস্থান নেয়। বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনা নিঃসন্দেহে রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে।