বাংলাহান্ট ডেস্ক : এবার আর্থিক তছরূপ মামলায় চাপে পড়ে গেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand CM Hemant Soren)। অতীতে ইডি পাঁচ বার ডাক দিলেও প্রতিবারেই এড়িয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ শনিবার হেমন্তের রাঁচির কাঁকের রোডে সরকারি বাসভবনে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটের তদন্তকারীরা উপস্থিত হন।
মনে করা হচ্ছে, ইডি হেফাজতে নিতে পারে হেমন্ত সোরেনকে। ইডি সূত্রে খবর, রাঁচিতে (Ranchi) জমি বিক্রি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় আগেই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের সমাজকল্যাণ দপ্তরের অধিকর্তা এবং রাঁচির ডেপুটি কমিশনার ছবি রঞ্জনও ছিলেন সেই তালিকায়। প্রথম দিকে ইডির তলপকে বেআইনি বললেও পরে অবশ্য তাকে আধিকারিকদের মুখোমুখি হতেই হল।
আরোও পড়ুন : ভারতের পর চাঁদের মাটি ছুঁল জাপান! ইতিহাস গড়লেও পিছিয়ে থাকল ইসরোর থেকে
ইডি সূত্রে খবর, ১৩ জানুয়ারি সোরেনকে চিঠি পাঠিয়ে জানানো হয় ১৬-২০ জানুয়ারি তিনি যেন সময় দেন। তাঁর রেকর্ড বয়ান করা হবে। ইডির চিঠির জবাবে সোরেন জানান, ২০ জানুয়ারি বাসভবনে থাকবেন তিনি। সেই জবাব পাওয়ার পরই শনিবার সোরেনের বাসভবনে হাজির হন ইডি আধিকারিকরা। বাসভবনের নিরাপত্তা আরোও বাড়ানো হয়েছে বলেই জানা গিয়েছে।
ইডি আধিকারিকেরা ৮টি ফাইল এবং ৩০০ প্রশ্নের একটি তালিকা নিয়ে এসেছিলেন, এমনকি নিজেদের খাবারও নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকেন বলে সূত্রের খবর। ইডি আধিকারিকেরা দীর্ঘ জিজ্ঞাসাবাদে মুখ্যমন্ত্রী সোরেনের বয়ান রেকর্ড করেন। এদিকে, ইডি আধিকারিকেরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়ির ভিতরে ঢুকতেই বাইরে বিক্ষোভ দেখান তাঁর অনুগামী-সমর্থকেরা।