তালা পড়তে পারে রতন টাটার প্রিয় সংস্থায়? কাজ হারাতে চলেছেন বহু মানুষ

বাংলা হান্ট ডেস্ক : শীঘ্রই ব্যবসা বন্ধ গোটাতে চলেছে রতন টাটার (Ratan Tata) কোম্পানি টাটা স্টিল (Tata Steel)। অনেকেই হয়ত অবাক হবেন এই খবরে, তবে সাম্প্রতিক খবর বলছে এটাই সত্যি। আর এটা সত্যি হলে প্রচুর মানুষ যে কাজ হারা হতে চলেছেন সেকথা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, শীঘ্রই বন্ধ হতে চলেছে রতন টাটার ইস্পাত তৈরির কোম্পানি টাটা স্টিল ব্রিটেনের সাউথ ওয়েলসের পোর্ট ট্যালবোট প্ল্যান্টের দুটি ব্লাস্ট ফার্নেস।

সূত্রের খবর, এই দুটি ব্লাস্ট ফার্নেস বন্ধ হয়ে গেলে কম করে প্রায় ২ হাজার ৮০০ মানুষ তাদের কাজ হারাবেন। শোনা যাচ্ছে, পরিবেশবান্ধব ব্যবসার নতুন রাস্তা খুঁজে বার করার জন্যই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে খরচের ব্যাপারটা নিয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

এইদিন একটি অফিসিয়াল বিবৃতি জারি করে সংস্থাটি জানিয়েছে, এতে করে ব্রিটেনে কার্বন নির্গমন যেমন কমবে তেমনই কমবে খরচ। প্রতি বছর প্রায় ৫ মিলিয়ন কার্বন নির্গমন কমবে বলে দাবি করেছে সংস্থাটি। আর এই কারণেই স্টিল প্ল্যান্টে দুটি ব্লাস্ট ফার্নেসকে বৈদ্যুতিক আর্ক ফার্নেস দিয়ে প্রতিস্থাপিত করার ভাবনাচিন্তা করছে সংস্থাটি।

ratan tata on crypto 1687927487426 1687927487732

শোনা যাচ্ছে, এই দুটি ব্লাস্ট ফার্নেস বন্ধ হলে সাথে সাথে তালা পড়বে কোকিং ওভেন এবং স্টিলের দোকানের মতো সংশ্লিষ্ট ইউনিটগুলিতেও। আর টাকার এই নয়া সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে পারেন তার শেয়ারেও। উল্লেখ্য, গত ১ জানুয়ারি, ১৪২ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছিল টাটা স্টিলের শেয়ার। গত এক বছরে এটাই ছিল সর্বোচ্চ। কোম্পানির শেয়ারের কথা বললে সেটা ২.৪০ শতাংশ বেড়ে ১৩৪.২০ টাকায় বন্ধ হয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর