দশ বছরে ১ হাজার কোটির ঘাপলা! ED ‘কীর্তি’ ফাঁস করতেই শংকর বললেন, ‘ভগবান বিচার করবেন’

বাংলা হান্ট ডেস্ক : ইডি (Enforcement Directorate) হেফাজতের মেয়াদ শেষ হল বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যের (Shankar Adhya)। শনিবার তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে বিচারপতি তাকে আগামি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। এরপরে শংকরকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। যদিও তার আইনজীবী সর্বোচ্চ চেষ্টা করছিলেন তাকে অসুস্থ প্রমাণ করে হাসপাতালে ভর্তি করার। তবে সে সমস্ত চেষ্টাই গেছে বৃথা।

প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রেসিডেন্সি জেলে আগে থেকেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও মানিক ভট্টাচার্য। আর এবার তাদেরই সঙ্গী হতে চলেছেন তিনি। এইদিন শংকরকে আদালত থেকে সংশোধনাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রেশন দুর্নীতি (Ration Scam) কাণ্ডে তার যোগসূত্রের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ”ভগবান বিচার করবেন। যে চক্রান্ত করেছে ঈশ্বর তার বিচার করবেন।”

আদালতে নিজেকে বারবার নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও ইডি-র দাবি, গত দশ বছরে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল হয়েছে এই শংকর আঢ্যের মাধ্যমেই। তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, এই গোটা ঘটনার পেছনে রয়েছে এস আর আঢ্য ফিনান্স প্রাইভেট লিমিটেড। দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতে এসেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন : ঈশানের দরজা বন্ধ হতেই কপাল খুলে গেল রিঙ্কু সিং-র! বড় ঘোষণা BCCI এর

ইডি অফিসারদের দাবি, এই গোটা দুর্নীতির পেছনে রয়েছে রাজ্যের বড় বড় সব মাথাদের মদত। পেছনে থেকে ইন্ধন জোগাচ্ছে তারাই। ইতিমধ্যেই, ধৃত শংকর আঢ্যের সিএ অরিবিন্দ সিংকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। তার কাছ থেকেও নাকি একাধিক সব চাঞ্চল্যকর নথি উদ্ধার হয়েছে বলে খবর। সূত্রের খবর, আঢ্যর ফোরেক্স-সহ চারটি সংস্থার মাধ্যমে অরবিন্দ সিং ৩৫০ কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করেছেন। প্রায় ১১৭ কোটি টাকার বদল হয়েছে হীরামতি এক্সপোর্ট নামক একটি সংস্থার মাধ্যমে।

আরও পড়ুন : হাতে নাতে মিলল ফল, রামের নিন্দা করতেই ভেঙে পড়ল মঞ্চ! মাটিতে লুটিয়ে পড়লেন প্রাক্তন সাংসদ

large shankar adhya

যদিও এই সমস্ত অভিযোগকেই নাকচ করে আসছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। বারংবার নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন তিনি। এইদিন শনিবার আদালতে সওয়াল জবাবের সময় শংকরের আইনজীবী দাবি করেন, “ইডি এফিডেভিট দিয়ে বলুক এত কোটি টাকার যোগ পাওয়া গিয়েছে বা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে।”

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর