হাতে নাতে মিলল ফল, রামের নিন্দা করতেই ভেঙে পড়ল মঞ্চ! মাটিতে লুটিয়ে পড়লেন প্রাক্তন সাংসদ

বাংলা হান্ট ডেস্ক : সারা দেশজুড়ে এখন সাজো সাজো রব। আর ঘন্টা খানেক পরই উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের (Ram Mandir)। ভক্তরা তাদের উৎসাহ ধরে রাখতে পারছেনা। যদিও দেশের কিছু মানুষ আবার রাম মন্দির নিয়ে মোটেও খুশি নন। কোথাও প্রোটেস্ট হচ্ছে তো কোথাও আবার রাম মন্দিরের বিরোধিতা করে সভার আয়োজন চলছে। এরকমই এক সভায় ঘটে গেল বড় দুর্ঘটনা।

এইদিন রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার নিন্দা করে বক্তব্য রাখছিলেন বক্তা। আর তখনই ঘটে যায় বিপর্যয়। রাম মন্দিরের নিন্দা করতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্টেজ। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) দিহুড়ি (Dihuri) গ্রামে। গয়ার এই গ্রামে স্বাধীনতা সংগ্রামী কায়ুম আনসারির স্মরণে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই ঘটে যায় এই বিপর্যয়।

এইদিন মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ আলি আনোয়ার আনসারি। তার উপস্থিতিতেই এই বক্তা নিজের বক্তব্য রাখছিলেন। তখনই তিনি রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠার নিন্দায় মুখর হয়ে উঠেছিলেন‌। আর তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন এই ঘটনার ভিডিও করে ভাইরাল (Video Viral) করে দেয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন : বয়সে ১১ বছরের ছোট, শোয়েবের নতুন বেগমের পরিচয় জানেন? চিনুন সানিয়ার সতীনকে

সূত্রের খবর, মঞ্চে উপস্থিত সকলেই বেশ আহত হয়েছেন এই ঘটনায়। চোট পেয়েছেন আলি আনোয়ারও। ঘটনাটি এত দ্রুত ঘটে যে কেউই নিজেদের বাঁচানোর সুযোগ পাননি। উপস্থিত ৭-৮ জনের সকলেই মঞ্চ সহ হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যায়। ভিডিওটি ভাইরাল হতেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন : ফের বদলাতে পারে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি? মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছাল শিক্ষক সমিতির চিঠি

জানিয়ে রাখি, আগামি ২২ জানুয়ারি, সোমবার রাম মন্দিরে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার দিন। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। সূত্রের খবর, দেশের মোট ৭০টি শহরে পিভিআর আইনক্সের মোট ১৬০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। অনুষ্ঠান দেখানো হবে ডিডি ন্যাশনালের পর্দাতেও। প্রোগ্রামটি স্ট্রিমিং হবে সোশ্যাল মিডিয়াতেও।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর