বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীর ধরলি গ্রামের কাছে আচমকাই মেঘভাঙা বৃষ্টির কারণে বড় বিপর্যয় তৈরি হয়েছে। ভয়াবহ হড়পা বানের কারণে ঘরবাড়ি রীতিমতো ভেসে গিয়েছে। শুধু তাই নয়, বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যেই সেনাবাহিনী থেকে শুরু করে এসডিআরএফ, এনডিআরএফ এবং স্থানীয় পুলিশ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
উত্তরাখণ্ডের (Uttarakhand) বড় বিপর্যয়:
এদিকে, এই শিউরে ওঠার মত ঘটনার এমন কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হচ্ছে। যেগুলি দেখে চমকে গিয়েছেন সকলেই। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হড়পা বান রীতিমতো ধ্বংসলীলা চালায়। যার ফলে প্রাণ বাঁচানোর মত সময়টুকুও পাননি সেখানকার (Uttarakhand) স্থানীয় মানুষরা।
उत्तरकाशी धराली कस्बे में…. pic.twitter.com/m9fMAjBPLg
— atulsati joshimath (@atulsati1) August 5, 2025
ভাইরাল হয়েছে ভিডিও: উত্তরকাশীর (Uttarakhand) ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে যে, দ্রুতগতিতে পাহাড়ের ওপর থেকে নেমে আসা জলের স্রোত এসে সরাসরি আঘাত করে সেখানে থাকা বাড়িগুলির ওপর। যার ফলে মুহূর্তের মধ্যে সেগুলি ভেঙে পড়ে এবং সেখানে থাকা মানুষ জলের তোড়ে ভেসে যান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই পুরো ঘটনা ঘটে যায়।
৫০ জনেরও বেশি নিখোঁজ, ৪ জন প্রাণ হারিয়েছেন: দেড় মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, যিনি ভিডিও করেছেন এবং তাঁর পাশে থাকা লোকজন সেই বাড়িগুলিতে থাকা বাসিন্দাদের উদ্দেশ্যে ওই জায়গা ছেড়ে যাওয়ার জন্য চিৎকার করছেন। কিন্তু, পালিয়ে যাওয়ার সময়টুকুও পাননি তাঁরা। সরকারি তথ্য অনুসারে, এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি, ৫০ জনেরও বেশি জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: বহু পরিশ্রমে মিলেছে সাফল্য! ভারতের হয়ে খেলার জন্য প্রিয় জিনিসকেও ভুলেছেন মহম্মদ সিরাজ
এদিকে, ইতিমধ্যেই এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় প্রধানমন্ত্রী মোদী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সম্ভাব্য সকল সাহায্যের আশ্বাস দিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীও প্রায় ২০ জনকে নিরাপদে উদ্ধার করেছে। তাঁদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার অভিযানে একাধিক উদ্ধারকারী দলও কাজ করছে।