রমরমিয়ে দেহব্যবসা চালাচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাবা! পুলিশ পৌঁছেই যা দেখল… ছিঃ ছিঃ এলাকায়

বাংলা হান্ট ডেস্কঃ ফের কাঠগড়ায় শাসকদল (Trinamool Congress)। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি থেকে কাটমানি আরও কত কি! রোজই নিত্যনতুন অভিযোগ উঠে আসছে তৃণমূলের ছোট-বড় নেতাদের বিরুদ্ধে। আর এবার দেহব্যবসায় নাম জড়াল তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবারের। শাসকদলের গ্রাম পঞ্চায়েক সদস্যের বাবার বিরুদ্ধে দেহব্যবসা (Fresh Trade racket) চালানোর অভিযোগ। ঘটনাটি নদিয়ার (Nadia) চাপড়া থানা এলাকার।

জানা গিয়েছে, দেহব্যবসার অভিযোগে চাপড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি সদস্য কৌশিক ঘোষের বাবা বিশ্বজিৎ ঘোষকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসকদলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালাতেন তিনি। বহুবার প্রতিবাদ জানিয়েও কোনও সুরাহা হয়নি। আশেপাশের লোকজন প্রতিবাদ জানালেই জুটত খুনের হুমকি। তবে শেষ রক্ষা হল না।

শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ওই ডেরায় হানা দেয় পুলিশ। আর ঘটনাস্থলে গিয়েই রীতিমতো থ সকলে। পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে দেখেন ৪ জন পুরুষ ও বেশ কয়েকজন মহিলা ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। চারিদিকে ছড়ানো ব্যবহৃত কন্ডোম। তৎক্ষণাৎ অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। তৃণমূল নেতার বাবা বিশ্বজিৎ ঘোষকেও গ্রেফতার করে পুলিশ।

arrested

পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরেই চাপড়া থানা সুভাষপল্লীপাড়া এলাকায় দেহ ব্যবসা চলত। অবশেষে এদিন অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা সম্ভব হয়। ধৃতদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ ঘোষ, সেতু মণ্ডল, আব্দুল সালাম মণ্ডল, বাবলু মণ্ডল। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় দুটো বাইকও।

আরও পড়ুন: দুবাইয়ে শঙ্কর আঢ্যর ছেলের সংস্থার হদিস দিল ED, কত টাকা লগ্নি হয়েছে? অঙ্ক শুনলে ভিরমি খাবেন

ধৃতদের শনিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। এই বিষয়ে স্থানীয় বিধায়ক রুকবানুর রহমান জানিয়েছেন, ‘আইন মেনে পুলিশ ব্যবস্থা নিয়েছে। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’ ওদিকে ঘটনার পর থেকেই পলাতক তৃণমূল পঞ্চায়েত সদস্য কৌশিক ঘোষ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর